Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ৮ জুয়ারি গ্রেপ্তার এলাকায় স্বস্তি

২২ জুন, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৮ জুয়ারি গ্রেপ্তার এলাকায় স্বস্তি
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো-ওই উপজেলার চর ব্রহ্মগাছা পশ্চিমপাড়া গ্রামের সোনার উদ্দিন (৩৬), হবনগাঁতী গ্রামের রেজাউল করিম (৩৫), আবুল কালাম (৪০), তেবাড়িয়া খাঁ পাড়া গ্রামের মোকাদ্দোস (৩৫), রেবাউল ইসলাম (৪২), রান্ডিলা বাহাদুর গ্রামের আঃ মজিদ খান (৩৬), তোতা খান (৪০) ও চক মোহনবাড়ী গ্রামের আঃ রহিম সেখ (৪৫)। তাদের গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে এ জুয়া খেলে আসছিল। এতে এলাকার অনেকে এ জুয়া খেলায় জড়িয়ে পড়ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার