Top
সর্বশেষ

কুড়িগ্রামে শীতের প্রকোপ বেড়েই চলেছে

১৯ জানুয়ারি, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে শীতের প্রকোপ বেড়েই চলেছে
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে শীতের প্রকাপ বেড়েই চলেছে। বিশেষ করে জেলার ১৬ টি নদী তীরবর্তী ও ৪০৫ টি চরে শীতে জবুথবু হয়ে পড়েছে শীতার্ত মানুষ। গরম কাপড়ের অভাবে নিদারুন কষ্টে আছে তারা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।

বিকেল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ সময়ে কুয়াশার চাদরে ঢাকা থাকছে জনপদ। সন্ধ্যা নামার সাথে

সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা-ঘাট। এ অবস্থায় মানুষজন কোথায় কোথাও খরকুটো জ্বালীয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গরম কাপড়ের অভাবে কষ্টে ভুগছেন শিশু-বৃদ্ধসহ ছিন্নমুল মানুষেরা।

এদিকে জেলা প্রশাসন, জেলার ৯টি উপজেলা ও ৩ টি পৌরসভায় ৩৫ হাজার কম্বল, ৬৯ লাখ ৫০ হাজার টাকা ও ৯ হাজার শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেছেন।

শেয়ার