Top

পদ্মা সেতুকে কেন্দ্র করে সাজ সাজ রব

২৩ জুন, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
পদ্মা সেতুকে কেন্দ্র করে সাজ সাজ রব
মাদারীপুর প্রতিনিধি :

শিবচরের পদ্মা পাড়ে চলছে সাজ সাজ রব। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে শিবচরের বাংলাবাজারে যে জনসভা ও মন্চে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন তার প্রস্তুতি কাজ প্রায় সম্পন্ন হবার পথে। ইতোমধ্য পদ্মা সেতুর আদলে মন্চ তৈরি হয়েছে। এ বিশাল মন্চের দৈর্ঘ্য ১৫০ ফুট ও প্রস্হ ৪০ ফুট রাখা হয়েছে। এদিকে ২৫ একর জমি নিয়ে নয়নাভিরাম জনসভাস্হল ও প্রবেশ পথ তৈরি করা হয়েছে। এখানে মহিলাদের বসার পৃথক ব্যবস্হা রয়েছে।এই সভায় প্রায় ১০ লাখ লোক স্বাচ্ছন্দে বসতে পারবে। সাত দিন ধরে প্রায় ২৫০ জন শ্রমিক দিন- রাত কাজ করে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও জনসভাকে কেন্দ্র করে সেতু পাড়ের মানুষের মাঝে বিপূল আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে।

বর্তমান আলোক সজ্জা, সামিয়ানা ও সাজ সজ্জার কাজ চলছে দ্রুত গতিতে। তিন কিলোমিটার এলাকা জুড়ে আলোক সজ্জা করা হবে। মন্চের বাইরে ও ভিতরে ৬ টি ওয়াচ টাওয়ার ও ১৫০ টি সিসি ক্যামেরা স্হাপন করা হবে। সভাস্হলে আগত লোকের সুবিধার্থে ৫০০ সৌচাগার ও সুপেয় পানির লাইন স্হাপন করা হয়েছে। এছাড়া ২০ শয্যার একটি ও ১০ শয্যার দুটি চিকিৎসা কেন্দ্র খোলা হবে। জনসভায় ৫০০ মাইক ব্যবহার করা হবে। সেনাবাহিনী , র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা নিপূন হাতে দক্ষতার সাথে কাজ করছে এবং সুচারুভাবে দেখভাল করছে।

এব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন জানান, অনুস্ঠানটি উৎসব মুখর ও চির স্মরণীয় করে রাখার জন্য সাতদিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুস্ঠানের আয়োজন করা হয়েছে।তিনি আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী সভায় ১০ লাখ লোকের সমাবেশ ঘটবে। জাতীয় সংসদের চীপ হুইপ এমপি নূর -ই আলম লিটন চৌধুরী বাংলাবাজার মন্চ ও সভাস্হল পরিদর্শন করে বলেন, বংগবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষনের পর এইটা হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহওর জনসভা।

শেয়ার