Top
সর্বশেষ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান

১৯ জানুয়ারি, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় নবাগত ইউএনও হিসাবে যোগদান করেছেন খন্দকার রবিউল ইসলাম।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নিকট থেকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে সোমবার বিকেলে কালিগঞ্জে যোগদান করেন।

তিনি এর আগে বাগেরহাট জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি বৃহত্তর যশোর জেলার অভয়নগর উপজেলায়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পর উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা চেয়েছেন। এসময় তিনি উপজেলা এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রাক্তন ইউএনও মোজাম্মেল হক রাসেল যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট স্কলারশিপের অধীনে আইন শাস্ত্রে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষাগ্রহনের জন্য গত ৫ জানুয়ারী কালিগঞ্জ ত্যাগ করেন। বর্তমানে খন্দকার রবিউল ইসলাম তার স্থলভিষিক্ত হলেন।

শেয়ার