Top
সর্বশেষ

ট্রাম্পের ক্ষমার তালিকায় নিজের ঘনিষ্ঠ ২ সহযোগীর নাম

১৯ জানুয়ারি, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
ট্রাম্পের ক্ষমার তালিকায় নিজের ঘনিষ্ঠ ২ সহযোগীর নাম

শতাধিক ব্যক্তিকে ক্ষমার তালিকায় যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দুই সহযোগী। ঘনিষ্ঠ দুই সহযোগী স্টিভ ব্যানন ও রুডি জুলিয়ানি’কে ট্রাম্প ক্ষমা করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্টিভ ব্যানন ডানপন্থি সংবাদমাধ্যম ব্রেইবার্ট নিউজের প্রতিষ্ঠাতা। তিনি ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক উপদেষ্টা ছিলেন। যুক্তরাষ্ট্রে- মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রচারণার সময় দুর্নীতির অভিযোগ রয়েছে ব্যাননের বিরুদ্ধে।

রুডি জুলিয়ানি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী। তিনি নিউ ইয়র্কের সাবেক মেয়র ছিলেন। রুডির বিরুদ্ধে ইউক্রেনের ব্যবসা সংক্রান্ত দুর্নীতির তদন্ত চলছে। ইতোমধ্যে তার দুই সহযোগীকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

এই দুজন ছাড়াও আর কারা সাধারণ ক্ষমার তালিকায় রয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

সিএনএন জানিয়েছে, ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগে সাধারণ ক্ষমার তালিকায় স্থান পেতে হাজার হাজার ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন অনেক সাজাপ্রাপ্ত। নিজেদের পছন্দের ব্যক্তিদের ক্ষমা পাইয়ে দিতে জোর তদবির করছেন হোয়াইট হাউজের কর্মকর্তারাও।

ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে অপরাধীদের সাজা কমাতে প্রেসিডেন্টের ক্ষমা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি প্রচলিত বিষয়।

সাজার আসামি ছাড়াও সাজা পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের আগাম ক্ষমা করতে পারেন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী শুধুমাত্র কেন্দ্রীয় আদালতে সাজা পাওয়াদেরই এই ক্ষমার সুযোগ রয়েছে। কোনো অঙ্গরাজ্যের আদালতে সাজা পাওয়া কাউকে ক্ষমার এখতিয়ার নেই প্রেসিডেন্টের।

দেশটির বেশিরভাগ প্রেসিডেন্ট তাদের ঘনিষ্ঠজনদের সাজা কমাতে এই সাধারণ ক্ষমা ব্যবহার করেছেন।

এর আগে ৯৪ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প। এদের বেশিরভাগই তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনার।

নির্বাচনি প্রচারে অবৈধ দান, ট্যাক্স ফাঁকি ও সাক্ষ্যগ্রহণকে প্রভাবিত করায় ২০০৫ সালে তাকে দুই বছরের জেল দিয়েছিল আদালত।

৬ জানুয়ারি দেশটির কংগ্রেসের ক্যাপিটল ভবনে তাণ্ডবে উসকানির দায়ে অভিশংসিত হয়েছেন ট্রাম্প। এরপরই তার নিজেকে ক্ষমা করার বিষয়টি নতুন করে সামনে আসে।

যদিও এ নিয়ে ২০১৭ সাল থেকেই সহযোগীদের সঙ্গে আলোচনা করে আসছেন ট্রাম্প।

সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ সিন হ্যানিটি ফক্স নিউজকে বলেন, ট্রাম্পের নিজেকে ক্ষমা করা উচিত। বিষয়টি নিয়ে ট্রাম্প নিজেও টুইট করেছিলেন। মনে করে দিয়েছিলেন, প্রেসিডেন্ট হিসেবে এমন ক্ষমতা তার আছে।

২০১৮ সালে ট্রাম্প বলেছিলেন, ‘আইনবিদরা বলেছেন, নিজেকে ক্ষমা করার সর্বময় ক্ষমতা আমার আছে। কিন্তু আমি যেহেতু কোনো ভুল করেনি, তাহলে কেন এটা করব?’

তবে প্রেসিডেন্টের নিজেকে ক্ষমা করার বিষয়টি এখনও পরীক্ষিত নয়। এ ব্যাপারে সাংবিধানিক বিধিবিধান নিয়ে বিভক্ত বিশেষজ্ঞরাও।

বিচার বিভাগ সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করতে পারেন না। চাইলে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন, ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব নিতে বলতে পারেন এবং ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে নিজেকে ক্ষমা করতে পারেন। যদিও এটা সুনির্দিষ্ট কোনো বিধান নয়।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন।

শেয়ার