Top
সর্বশেষ

গোপালগঞ্জে ট্রাকচাপায় রিকশাচালকসহ আরোহী নিহত

১৯ জানুয়ারি, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে ট্রাকচাপায় রিকশাচালকসহ আরোহী নিহত

গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় ট্রাকচাপায় এক রিকশাচালকসহ দুই জন নিহত হয়েছেন।

শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকাগামী মাছভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে পড়ে। এতে রিকশার চালক ও আরোহী ঘটনাস্থলে নিহত হন।

নিহত রিকশাচালকের নাম রিয়াজুল শেখ। আরোহীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে ১১ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

শেয়ার