Top
সর্বশেষ

কেন্দুয়ায় বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে- ইউএনও 

২৩ জুন, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
কেন্দুয়ায় বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে- ইউএনও 
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি  :
প্রতিদিন বন্যার্তদের মাঝে সরকারের পক্ষ থেকে   ত্রাণ বিতরণ আব্যাহত আছে।  বন্যায় কবলিত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। ত্রাণের কোন সমস্যা নেই। যতদিন পানি থাকবে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। বন্যা পরবর্তী সময় মানুষ যাতে ঘুরে দাঁড়াতে পাবে সে ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মাহমুদা বেগম। 
ইউএনও আরো বলেন, কেন্দুয়া উপজেলার আশুজিয়া, মাসকা,বলাইশিমুল, চিরাং,কান্দিউড়া, মোজাফরপুর এই ইউনিয়ন গুলির আশ্রয়ণ কেন্দ্রে এখনো মানুষ আছেন। কেন্দুয়া উপজেলার প্রায় ৩০%এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
গত দুইদিন যাবত কিছুটা পানি নামতে শুরু করেছে।  আশা করা যায় কয়েক দিনের মধ্যে বাড়ি ঘরের পানি নেমে যাবে এবং লোকজন বাড়ি ঘরে ফিরতে পারবেন।
বাড়ি ঘর থেকে পানি নেমে যাবার পর এবং লোকজন বাড়ি ঘরে ফিরে যাবার পর জানা যাবে কি পরিমান তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
শেয়ার