Top
সর্বশেষ

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

১৯ জানুয়ারি, ২০২১ ১:০১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুরে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুরে র‌্যাব-১২ সিপিসি-১ অভিযান চালিয়ে এই জরিমানা করে।

র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

র‌্যাব, ইটভাটা প্রস্তুত ও স্থাপন নিয়ন্ত্রণ আইনে দৌলতপুরের সোনাইকান্দি এলাকার বিএইচএন ব্রিকসকে পাঁচ লাখ টাকা, সরূপপুরের এনবিসি ব্রিকসকে তিন লাখ টাকা, এসবিসি ব্রিকসকে তিন লাখ টাকা, ভেড়ামারার সাতবাড়িয়া এলাকার এসএমএস ব্রিকসকে তিন লাখ টাকা, এএইচএম ব্রিকসকে দুই লাখ টাকা ও কেএবি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে পারেনি। তারা নিয়মনীতি না মেনে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে।

অভিযানের পরও নিয়ম না মেনে পরিচালিত হলে এসব ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানান র‌্যাব কোম্পানি কমান্ডার।

শেয়ার