যমুনা নদীর পানি সামান্য কমলেও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা তীরবর্তী বিভিন্ন স্থানে প্রচন্ড নদী ভাঙ্গনও শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু ঘরবাড়ি ও জায়গা জমি যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে। গত এক সপ্তাহে শাহজাদপুর উপজেলার ভেকা, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘরসহ ওই চার গ্রামের অন্তত সাড়ে ৪’শ বাড়িঘর যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গণ ঝুঁকিতে রয়েছে নদী তীর এলাকার পাকুরতলা (আশ্রয়ণ) প্রাথমিক বিদ্যালয় ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে যমুনা তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল বন্যা কবলিত রয়েছে। নিম্নাঞ্চলের অনেক এলাকার কাঁচা ও পাকা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক স্থানে বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। তবে যমুনায় পানি কমতে থাকায় যমুনা তীরবর্তী ওই ৫টি উপজেলার অনেক স্থানে প্রচন্ড ভাঙ্গন দেখা দিয়েছে।
বিশেষ করে শাহজাদপুর, এনায়েতপুর, কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চলে ইতিমধ্যেই অনেক ঘরবাড়ি, জায়গা জমি, গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, বন্যায় নিম্নাঞ্চলের ৯ হাজার ১০৬ হেক্টর জমির রোপা আমন,পাট, তিল, সবজিসহ বিভিন্ন ফসল ডুবে বিনষ্ট হয়ে গেছে। এদিকে বৃহস্প্রতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি এ প্রচন্ড ভাঙ্গনের বিষয়টি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন।
উপজেলার বন্যার্তদের জন্য ২০ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন। দুই একদিনের মধ্যেই কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে এবং ভাঙ্গন কবলিত পরিবারগুলোকে পরে নিরাপদ স্থানে পূনর্বাসন করা হবে বলে উল্লেখ করেন তিনি।