Top
সর্বশেষ

সিলেটে বন্যার্তদের ১২ লাখ টাকার ত্রাণ দিয়েছেন ‘বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন’

২৫ জুন, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
সিলেটে বন্যার্তদের ১২ লাখ টাকার ত্রাণ দিয়েছেন ‘বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন’
নিজস্ব প্রতিবেদক :

মালদ্বীপ বিমান বন্দরে নামার পর ফেসবুকে দেখতে পারি সিলেটের বন্যার খবর। আমাদের টিম ছিল সিলেটে, বন্যার ভয়াবহ বর্ণনা শুনি তাদের কাছে। ভয়ানক এই পরিস্থিতি ফেসবুকে দেখা মাত্রই মালদ্বীপ থেকে সরাসারি সিলেটের উদ্দেশ্য রওনা দেই। মানুষের দুর্যোগকালীন সময়ে দেশের বাইরে সময় কাটাবো একজন মানবিক মানুষ হিসেবে এটা ভাবনায় আনাটাও কষ্টের। আলাপচারিতায় এমনটিই জানাচ্ছিলেন সামাজিক সংগঠক পারভেজ হাসান।

সিলেট ও সুনামগঞ্জের মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে। থাকার জায়গা নেই, খাবার নেই। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসিরা। নৌকায় করে আশ্রয়কেন্দ্রে আসছেন অনেকেই। অসুস্থ-বৃদ্ধ মানুষদের তুলে আনা হচ্ছে আশ্রয়কেন্দ্রে। এমন একটি মহুর্তে সিলেটে ছুটে যান পারভেজ হাসান বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের উদ্যোগে এখন পর্যন্ত ১২ লাখ টাকার ত্রাণ সামগ্রী দিয়েছেন বলে জানান এই তরুণ।

পারভেজ হাসান বলেন, বানভাসি মানুষদের জন্য প্রাথমিক পর্যায়ে চিড়া-মুড়ি গুড়- পানি ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া শুরু করি, ২দিন এসব শুকনো খাবার দেই। যখন বুঝতে পারি এই খাবারে বানভাসি মানুষের কষ্ট হচ্ছে এরপর আমরা রান্না করা খাবার দেওয়া শুরু করি। আমরা হাজার হাজার মানুষকে রান্না করা খাবার দিয়েছি। এখন আমরা চাল, ডাল, আলু, তেল, লবণ এবং নগদ অর্থ এছাড়া শুকনো খাবার চিড়া-মুড়ি গুড় ও স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারি নেপকিন, প্রয়োজনীয় ঔষধ দিচ্ছি। এখন পর্যন্ত আমরা ১২ লক্ষ টাকার মানবিক সহায়তা দিয়েছি।

বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন সবসময় মানবতার টানে কাজ করে যায়, যেকোনো দুর্যোগে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় সিলেটের বানভাসি মানুষের পাশে আমরা আছি এবং যতদিন না বন্যা শেষ হচ্ছে আমরা এই মানুষগুলো পাশে থাকবো।

আগামীদিনের জন্য ইতোমধ্যে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। বিভিন্ন আশ্রায়ণ কেন্দ্র ঘুরে আমরা মানুষের ডাটাবেইজ তৈরি করেছি। সেই অনুযায়ী আমরা এক মাসের বাজারসহ বিভিন্নভাবে সহায়তা করবো। এবং বানভাসি মানুষের পুর্নবাসের ব্যবস্থা করার চেষ্টা করবো। আমরা দাতাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের পাশে ছিল, এখনো আছে। আশাকরি দেশবাসী আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের পাশে থাকবে।

 

বিপি/ আই এইচ

শেয়ার