Top
সর্বশেষ

পদ্মা সেতু উদ্বোধনে গোপালগঞ্জে আনন্দের বন্যা

২৫ জুন, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধনে গোপালগঞ্জে আনন্দের বন্যা
গোপালগঞ্জ প্রতিনিধি :

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১২ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গোপালগঞ্জে বইছে আনন্দের বন্যা। একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। এ সেতুর ফলে গোপালগঞ্জ জেলা ও বাসিন্দাদের জীবনে যোগাযোগ, স্বাস্থ্য চিকিৎসা, চাকুরী, কৃষিসহ বিভিন্ন ক্ষেতে আমুল পরিবর্তন আনবে।

শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই ব্যবসা বণিজ্যের সুযোগ সুবিধা সৃষ্টি হবে এমন আনন্দে যেই আসছেন তাকেই মিষ্টি খাওয়াচ্ছেন জেলা শহরের বাজার রোডের ব্যবসায়ী দিলীপ কুমার সাহা। এছাড়া সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় বেরিয়ে আলোচনা করছে পদ্মার সেতুর ভূমিকা নিয়ে।

পদ্মা সেতু চালু হওয়ায় খুশি এ জেলার মানুষ। পদ্মা সেতুর কারনে চিকিৎসা, পড়ালেখা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা, সৃষ্টি হবে। ঢাকার সাথে গোপালগঞ্জে সড়ক যোগাযোগে ভোগান্তি কমে আসবে বলেও মনে করেন এ জেলার মানুষ।

কৃষি খাত : গোপালগঞ্জ জেলাকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধ  করেছে কৃষিখাত। জেলার প্রায় দেড়লাখ হেক্টর জমিতে এ জেলার কৃষকেরা নানান ফসল উৎপাদন করে। পদ্মা সেতুর কারনে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কৃষকদের নিজস্ব ক্ষেতে ফলানো কৃষিপন্য পদ্মাসেতু হয়ে পৌছে যাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পাবে।

স্বাস্থ্য খাত : পদ্মা সেতু চালু হলে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতে বড় ভুমিকা রাখবে। পদ্মা সেতুর জন্য এ জেলায় রাজধানী ঢাকা থেকে কোন চিকিৎসক আসতেন না। রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় ফেরীঘাটে সময় ব্যয় হওয়ার জন্য বেশির ভাগ রোগী ফেরি ঘাটে মারা যেতেন। পদ্মা সেতু চালু হলে এ জেলার মানুষ ভোগান্তি ছাড়াই অল্পসময়ে ঢাকা পৌঁছাতে পারবে। নিতে পারবেন জরুরি স্বাস্থ্যসেবা।

পর্যটন খাত : এ জেলায় রয়েছে মহান স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। ইতিমধ্যে জাতির পিতার সমাধিস্থল কে ঘিরে তৈরী করা হয়েছে স্থাপত্য শৈলীর নানান নিদর্শন। এছাড়া কবি সুকান্ত, সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোরের পৌত্রিক ভিটা। রয়েছে চোখ ধাধানো পদ্ম আর লাল শাপলার বিল। পদ্মা সেতু চালু হওয়ায় সারাদেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা সহজে আসতে পারবেন।

শিক্ষা খাত : গোপালগঞ্জ জেলায় দু’টি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পদ্মা সেতুর কারনে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী  শিক্ষার্থীরা এ সব প্রতিষ্ঠানে শিক্ষার জন্য আগ্রহী হবেন।

শিল্প কলকারখানা খাত : পদ্মা সেতু চালু হওয়ার দেশি বিদেশি বিনিয়োগকারীরা এ জেলায় বিনিয়োগে আকৃষ্ট হবেন। এ জেলায় গড়ে উঠবে বিভিন্ন শিল্প কলকারখানা। এ জেলায় কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হওয়ায় কমে আসবে বেকারত্বের চাপ।

শিক্ষার্থী দিপ্তী ঠাকুর বলেন, পদ্মা সেতু না কারনে অনকে সময় ভাল কলেজে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সময় মত উপস্থিত হতে পারিনি। তবে এখন আমাদের পদ্মা সেতু হয়েছে। ঢাকায় যেতে আর বোগান্তি পোহাতে হবে না। সময মত শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে বিভিন্ন স্কুল ও কলেজে বর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

জেলা শহরের বাজার রোডের ব্যবসায়ী দিলীপ কুমার সাহা। দীপু জানান, বঙ্গবন্ধু কন্য দেশের উন্নয়নে যে বিপ্লব ঘটিয়েছে তার প্রকৃত উদাহরন এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুর উদ্বোধনের ফলে গোপালগঞ্জে ব্যাবসা বাণিজ্যের বন্ধ দ্বার খুলে গেল। এই জেলা এখন ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাবে। জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, পদ্মা সেতুর কারনে এ জেলায় শিল্প কলকারখান গড়ে ওঠেনি। ফলে এ জেলায় রয়েছে বেকারত্বের চাপ। তবে পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো। এখন বড় বড় ব্যবসায়ীরা এ জেলায় শিল্প কলকারখান গড়ে তুলেতে আগ্রহ দেখাবেন। ফলে এ জেলায় বেকারত্বের চাপ কমে আসবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক যা: অসিত কুমার মল্লিক বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে রাজধানী ঢাকার সাথে গোপালগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ হবে। পদ্মা সেতু না থাকার করনে আগে অনেক রোগী ফেরী ঘাটে গিয়ে মারা যেতেন। কিন্তু এখন আর সেটি ঘটবে না। মমূর্ষ রোগীরা সরাসরি ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসকা সেবা নিতে পারবেন।

 

শেয়ার