Top

কাল থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কর্মসূচি

২৫ জুন, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
কাল থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আগামীকাল (রোববার) থেকে ২ জুলাই পর্যন্ত ঢাকা শহরের পাঁচটি স্থানে চলবে কলেরার টিকাদান কর্মসূচি। এরই মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী,সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখানের প্রায় ২৩ লক্ষ মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

রোববার (২৫ জুন) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকাদান কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআর,বি দায়িত্ব পালন করছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কলেরা টিকা প্রদান ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিয়েছে।

এতে আরও বলা হয়, এ কার্যক্রমের আওতায় আগামী ২৬ জুন হতে ২ জুলাই ১ম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদানের ক্যাম্পেইন পরিচালিত হবে।

এ উপলক্ষে রোববার দুপুর ২ টায় আইসিডিডিআর,বিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বিপি/ অইএইচ

শেয়ার