Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

পদ্মা সেতু খুলে দেয়ায় নীলফামারীতে আনন্দের জোয়ার

২৫ জুন, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
পদ্মা সেতু খুলে দেয়ায় নীলফামারীতে আনন্দের জোয়ার

বাংলাদেশের সক্ষমতার প্রতীক স্বপ্নের ‘পদ্মা বহুমূখি সেতু’ এর শুভ উদ্বোধনীতে আনন্দ, উল্লাস আর উচ্ছাসে মাতে নীলফামারীর সর্বস্তরের মানুষ।

শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

এতে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশান, উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ ব্যানার, ফেস্টুন আর প্লাক কার্ড হাতে নিয়ে অংশ গ্রহণ করে আনন্দ শোভাযাত্রায়। অন্তত পাঁচ সহস্রাধিক মানুষের অংশ গ্রহনে আনন্দ শোভাযাতাটি জেলা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মিলিত হয়।

এসময় সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন ও সম্প্রচার উপভোগ করেন সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা বহুমূখি সেতুর উদ্বোধনের সাথে সাথে সেখানে বেলুনও ফেস্টুন উড্ডয়ন করা হয়।

কর্মসূচিতে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়াও বাদ যোহর জেলার সকল মসজিদে মোনাজাত ও
শুকরিয়া আদায় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থণা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজন করা হয়েছে জেলা জুঁড়ে আতশবাজি প্রজ্জ্বলন।

অপর দিকে সকাল সাড়ে ৯টায় বাজার ট্রাফিক মোড় থেকে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে মিলিত হয়ে বেলুন উড়িয়ে এবং আতশবাজি করে পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন করা হয়।

এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োচনা সভায় মিলিত হয়। এতে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সকল অঙ্গ সংগঠন অংশ গ্রহণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর

আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমূখ বক্তব্য রাখেন। পরে সেখানে নেতাকর্মীদের মধ্যে মিস্টি বিতরণ এবং দলীয় কার্যালয়ে দিন ব্যাপী থীম সং ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

শেয়ার