Top
সর্বশেষ

সিরাজগঞ্জে পানি কমলেও দূর্ভোগ বেড়েছে বানভাসিদের

২৫ জুন, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পানি কমলেও দূর্ভোগ বেড়েছে বানভাসিদের
এস.এম.মাসুদ রানা,সিরাজগঞ্জ :

টানা সপ্তাহ জুড়ে বৃদ্ধির পর যমুনা নদীর পানি হ্রাস পেয়ে সিরাজগঞ্জে বিপদসীমার নিচে নেমে এসেছে। শনিবার (২৫ জুন) সকালে সকালের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩৫ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে ও কাজিপুর পয়েন্টে ৩২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি কমে বিপদসীমার নিচে নেমে এলেও বানভাসি মানুষের দূর্ভোগ বেড়েছে।

সরকারের অপ্রতুল ত্রাণ সামগ্রি ও সিলেটের ভয়াবহ বন্যার কারণে মানুষের দৃষ্টি সেদিকে দেয়ায় অনেক কষ্টে আছে বলছেন সিরাজগঞ্জের বানভাসিদের অনেকেই।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে ১৮ জুন বিপদসীমা অতিক্রম করে যমুনা তীরবর্তী ৫ উপজেলার চরাঞ্চলসহ উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার চলনবিল এলাকার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। সেইসাথে কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়ে অনেক মানুষ।

নিম্নাঞ্চলের অনেক এলাকার কাঁচা ও পাকা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক স্থানে বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। তবে যমুনায় পানি কমতে থাকায় যমুনা তীরবর্তী ওই ৫টি উপজেলার অনেক স্থানে প্রচন্ড ভাঙ্গন দেখা দিয়েছে।

গত ২০ জুন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেছিলেন,নদীমাতৃক এই বাংলাদেশে প্রতিবছরই কমবেশী বন্যা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বর্তমানে স্বাভাবিক বন্যা চলছে আশঙ্কাজনক তেমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। আগামী ২/৩ দিন পানি বাড়লেও আশংকার তেমন কিছু নেই এরপর হয়তো

পানি কমে যাবে। শনিবার (২৫ জুন) দুপুরে পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম আবারো বলেন, যমুনায় পানি কমে ইতিমধ্যেই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অভ্যন্তরীণ নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। তবে আগামী এক সপ্তাহে যমুনায় পানি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে জানান। এসময় তিনি আরো বলেন, নদীর পানি বাড়া কমার সময় ভাঙ্গন দেখা দেয় এটাই স্বাভাবিক। নদী তীরবর্তী উল্লেখিত ৫ উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হওয়ায় ভাঙ্গন কবলিত স্থানে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে। এছাড়া বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজর রাখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার