Top

জাবিতে ২৭৯ কোটি টাকার বাজেট ঘোষণা, চিকিৎসায় এক শতাংশের কম বরাদ্দ

২৫ জুন, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
জাবিতে ২৭৯ কোটি টাকার বাজেট ঘোষণা, চিকিৎসায় এক শতাংশের কম বরাদ্দ
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। এ বাজেটে ঘাটতি রয়েছে ৪২ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকা।

এবারের বাজেটে বরাদ্দ কমানো হয়েছে অবসরকালীন সুবিধাদিতে। তবে বাড়ানো হয়েছে শিক্ষকদের বেতন ও বিভাগ খাতে।

শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে সিনেট সভায় এ বাজেট পাস হয়।

এবারের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষা বিভাগ ও ইনস্টিটিউটসমূহের ব্যয়(বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি, কন্টিনজেন্সী এবং আনুষঙ্গিক খরচ) খাতে ৯৭ কোটি ৮৬ লাখ ৪১ হাজার টাকা, এরপরেই দ্বিতীয় অবস্থানে সাধারণ কার্যক্রম ও আনুষঙ্গিক ব্যায়(বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পোষাক ও কোর্তা, মুষণ ও মনিহারী, যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষন, বিজ্ঞাপন খরচ, খাজনা ইত্যাদিতে) ৩২ কোটি ৩৮ লক্ষ ৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তৃতীয় অবস্থানে প্রশাসনিক ব্যায় (কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি ও আনুঙ্গিক খরচ) ৩২ কোটি ১ লাখ ২৯ হাজার টাকা।

বাজেটের মূল আয় হিসেবে দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত ২৫৭ কোটি ১৩ লাখ টাকা।

এবারের বাজেটেও উপেক্ষিত হয়েছে চিকিৎসা এবং গবেষণা খাত। চিকিৎসা খাতে বরাদ্দ হয়েছে ২ কোটি ৭৪ লক্ষ ১১ হাজার। এটি মোট বাজেটের ০.৯৮ শতাংশ। ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে ২ কোটি ৬৫ লক্ষ ৮৩ হাজার চিকিৎসা খাতে বরাদ্দ ছিলো।

করোনা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের উচিত ছিলো চিকিৎসা খাতে বাজেট বাড়ানো বলে মনে করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা।
করোনা-পরবর্তী সময়ে চিকিৎসা খাত এবং বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন চিন্তার দরকার ছিল। চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়ন এবং সব সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য যে ধরনের বরাদ্দের প্রয়োজন তা না করে এইরকম বাজেট দেখে শিক্ষক এবং শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

নতুন নতুন আবিষ্কার, জ্ঞানের অনুসন্ধান ও বিতরণ এবং গবেষণা ইত্যাদি একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য; শিক্ষক-শিক্ষার্থীদের সমসাময়িক নানা গবেষণা নিয়ে প্রকাশ হয় বিভিন্ন জার্নালও। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে প্রতিবছরই উপেক্ষার সহিত দেখা হচ্ছে এই খাতটাকে।

বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪কোটি ৪০ লাখ টাকা যা মোট বাজেটের ১.৫৮ শতাংশ। গতবারের তুলনায় এবার ৪০ লক্ষ টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২১-২২ এর সংশোধিত বাজেটে এটি ছিলো ৪.০০ কোটি টাকা।

চিকিৎসা এবং গবেষণা খাতে বাজেটের বরাদ্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, মেগা প্রজেক্টে বড় বড় ভবন করা হচ্ছে কিন্তু এই ভবনে যারা থাকবে তাদেরকে নিয়ে কি কোন পরিকল্পনা হচ্ছে। পেন্ডামিকের পর পুরো পৃথিবী জুড়ে যেখানে চিকিৎসাখাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখস্থ বরাদ্দ দেওয়া হচ্ছে চিকিৎসা খাতে। এই বাজেট অপরিকল্পিত এবং বুঝাই যাচ্ছে প্রশাসনের দূরদর্শিতার অভাব।

উল্লেখ্য, বর্তমানে জাবির প্রায় ১৫ হাজার শিক্ষার্থী, ৭২০ জন শিক্ষক, ৩৫৫ জন কর্মকর্তা ও ১৩৮১ জন কর্মচারীর জন্য নামমাত্র একটি মেডিকেল সেন্টার রয়েছে। মেডিকেল সেন্টারটিতে বর্তমানে নয়জন চিকিৎসক, চারজন টেকনিক্যাল কর্মকর্তা, তিনজন কর্মকর্তা, ১৫ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ১০ জন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে।

শেয়ার