Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

পদ্মা সেতু: চিলমারীতে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

২৫ জুন, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
পদ্মা সেতু: চিলমারীতে আ’লীগের আনন্দ শোভাযাত্রা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী কৃর্তক পদ্মা সেতু উদ্বোনের পরপরই কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা করেছে।

শনিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তক বহুল আলোচিত স্বপের পদ্মা সেতুর ফলক উম্মোচনের পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযাগি সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি চিলমারী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হাসনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম, আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, এইচ, এম রহিমুজ্জামান সুমন, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও গবষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ। পর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়।

শেয়ার