Top
সর্বশেষ

বোনাস নয় নগদ লভ্যাংশ দিবে কেয়া কসমেটিকস

১৯ জানুয়ারি, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
বোনাস নয় নগদ লভ্যাংশ দিবে কেয়া কসমেটিকস
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড বোনাস নয় নগদ লভ্যাংশ দিবে। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস লভ্যাংশের পরিবর্তে এবার ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৫ পয়সা।

শেয়ার