ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন করা হয়। “পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরন” এই শ্লোগানে শনিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাগণসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। র্যালি চলাকালীন বাদ্যযন্ত্র বাজিয়ে, পটকা ফুটিয়ে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে র্যালিতে অংশগ্রহণকারীরা।
এছাড়াও দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, সন্ধ্যায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শন।
জেলার বিভিন্ন উপজেলাতেও পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।