Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন

২৫ জুন, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন করা হয়। “পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরন” এই শ্লোগানে শনিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাগণসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। র‌্যালি চলাকালীন বাদ্যযন্ত্র বাজিয়ে, পটকা ফুটিয়ে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

এছাড়াও দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, সন্ধ্যায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শন।

জেলার বিভিন্ন উপজেলাতেও পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শেয়ার