Top
সর্বশেষ

পদ্মার ছোঁয়ায় চাঙ্গা হবে ফরিদপুরের অর্থনীতি

২৫ জুন, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
পদ্মার ছোঁয়ায় চাঙ্গা হবে ফরিদপুরের অর্থনীতি
শিমুল খান :

পদ্মা সেতু। বাংলাদেশ নামক এক ছোট্ট ব-দ্বীপ রাষ্ট্রের দূরদর্শী এক রাষ্ট্রনায়কের অসীম সাহসিকতা ও পর্বতসম আত্মবিশ্বাসের অবিশ্বাস্য এক রূপকথা। এ রাষ্ট্রনায়ক আর কেউ নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের ব্যূহ ভেদ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশের সক্ষমতা আরও একবার চিনিয়েছেন বিশ্ববাসীকে। তাই পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি আমাদের অনন্য গৌরব, মর্যাদা আর অহংকারের প্রতীক। দেশের মানুষের স্বপ্ন পূরণের অনবদ্য উপাখ্যান। মাথা না নোয়ানো বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে বিশ্ববাসীর তাকিয়ে থাকার প্রোজ্জ্বল উপলক্ষ্য।

বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় ফরিদপুরসহ দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ। দক্ষিণ-পশ্চিমের সাথে তাল মিলিয়ে উচ্ছাসিত দেশবাসী। সেতু চালু হলে ২১ জেলার যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি গড়ে উঠবে নতুন শিল্প-কারখানা। ফলে, প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। পদ্মা সেতুর কারণে ফরিদপুরের সার্বিক আর্থ-সমাজিক অবস্থার উন্নয়ন হবে বলে বাণিজ্য প্রতিদিনের প্রতিবেদকে জানিয়েছে ফরিদপুরবাসী।

পদ্মা সেতুর ফলে সবচেয়ে বেশি উন্নয়নের চিত্র লক্ষ্য করা গেছে ফরিদপুরে। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, সদরপুরসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে মাওয়া-ভাঙ্গা ছয় লেন দৃষ্টিনন্দন হাইওয়ে চালুর ফলে অবহেলিত এ জেলার মানুষের ভাগ্য পরিবর্তনের পথ খুলতে থাকে। সেতু ঘিরে এ অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে ছোট-বড় কলকারখানা। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এক পদ্মা সেতুতেই বদলে যাবে ফরিদপুরের চিত্র।

এক সময়ের অবহেলিত এ জেলা দক্ষিণবঙ্গের উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হবে। পদ্মা সেতু চালুর পর বেশকিছু মেগা প্রকল্পের কাজ জেলার বিভিন্ন স্থানে শুরু হবে। তা ছাড়া যে কোনো সময় ঘোষণা হতে পারে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা নিয়ে পদ্মা বিভাগ।

পদ্মা বিভাগের হেড কোয়ার্টার ফরিদপুরে হবে এমন পরিকল্পনা নিয়ে এ জেলায় চলছে বিভিন্ন কাজ। ফলে হাজারও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। একাধিক বিশিষ্ট ব্যক্তি বলেন পদ্মা সেতু, ছয় লেন এক্সপ্রেসওয়ে, নতুন রেলপথসহ বিভিন্ন দফতরের অফিসের জন্য সরকার যে ভূমি অধিগ্রহণ করেছে সেখান থেকে মালিকরা কয়েকগুণ টাকা বেশি পেয়েছেন। জানা যায়, পদ্মা সেতু ঘিরে এ অঞ্চলে যেসব মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- অলিম্পিক ভিলেজ, বঙ্গবন্ধু মানমন্দির, রেলওয়ে জংশন, অর্থনৈতিক অঞ্চল, হাইওয়ে থানা।

ভাঙ্গা উপজেলা শহরের রিকশা চালক জুলফিকার আলী বাণিজ্য প্রতিদিনকে জানান, আমি দীর্ঘ ২২ বছর ধরে এ শহরে রিকশা চালাই। বউ সন্তান নিয়ে পাচ সদ্যসের সংসার আমার। সামান্ন কিছু ধানি জমি আছে আমার। সেই জমির উপর দিয়ে পদ্মা সেতু রাস্তা যায়, তাতেই গর্বিত আমি, সেই জমি সরকারের কাছে উচ্চ দামে বিক্রি করে কোটি টাকা পেয়েছি। জমি বিক্রির টাকা দিয়ে শহরে চালের ব্যবসা শুরু করেছি, সেই সাথে বাড়িতে ৪টি গাই গরু কিনে র্ফাম শুরু করেছি। ভার্গের চাকা গুরেছে আমার। ছেলে-মেয়েকে ভালো স্কুলে পড়াছি, তাতেই সব মিলিয়ে ভালো আছি। আমার স্বপ্নের পূরণের অনবদ্য উপাখ্যান হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বাণিজ্য প্রতিদিনকে বলেন, পদ্মা সেতু বাংলাদেশের একটি বড় অর্জন, স্বাধিনতার পর যত গুলো বড় অর্জন রয়েছে তার মধ্যে অন্যতম পদ্মা সেতু, পদ্মা সেতু হওয়ায় ফলে প্রতিটি জেলা শহরসহ পুরো বাংলাদেশে অর্থনীতি, সামাজিক, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরের কাজ প্রসারিত হবে। ফরিদপুরসহ ২১ জেলার যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি গড়ে উঠবে নতুন শিল্প-কারখানা। ফলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। পদ্মা সেতুর কারণে ফরিদপুরের সার্বিক আর্থ-সমাজিক অবস্থার উন্নয়ন হবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক বাণিজ্য প্রতিদিনকে বলেন, এতদিন ফরিদপুর ছিল অবহেলিত, এই খানে নেই কোন কল-কারখানা, নেই কোন শিল্প অঞ্চল, বঞ্চিত ফরিদপুরবাসীর ভার্গের চাকা ঘুরতে শুরু করেছে বঙ্গবন্ধুকন্যার হাতের ছোঁয়ায়। দেশের উন্নয়নের সাথে কাধে কাধে কাধ মিলিয়ে কাজ করবে ফরিদপুরবাসী।

তিনি আরো বলেন,পদ্মা সেতুর ওপর দিয়ে যখন গাড়ি যাবে দক্ষিণের জনপদসহ ফরিদপুরে আসবে, তখন সেতুর নিচ দিয়ে রেলও চলবে। তাতেই ফরিদপুরের অর্থনীতি চাঙ্গা হবে- এ আশা বুকে নিয়ে বৃহৎ বৃহৎ শিল্প গড়ার প্রস্তুতি নিচ্ছেন অবহেলিত ফরিদপুর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন নিয়ে আগ্রহী ব্যবসায়ীরা।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আজিম উদ্দিন বাণিজ্য প্রতিদিনকে বলেন, সরকার, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে, বহুদিনের প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে ভাঙ্গায়। বাড়বে ব্যাপক কর্মসংস্থান। কমবে আয়-বৈষম্য। বাণিজ্য সম্প্রসারণে পদ্মা সেতু হবে মাইলফলক। গ্রামীণ অর্থনীতির উৎপাদনশীলতা হবে রপ্তানিমুখী। দারিদ্র্য নিরসন এবং আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

শেয়ার