Top

জবি রোভার স্কাউটের সাবেক সভাপতিকে পেটালেন ছাত্রলীগ

২৫ জুন, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
জবি রোভার স্কাউটের সাবেক সভাপতিকে পেটালেন ছাত্রলীগ
জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের রোভার ইন কাউন্সিলের সাবেক সভাপতি আহসান হাবিবকে মারধর করেছেন সাবেক রোভার ও তাঁর জুনিয়র ছাত্রলীগকর্মী নাজমুল হাসান মুন্না। আহসান হাবীব সভাপতি থাকাকালীন অনুষ্ঠিত নির্বাচনে মুন্নার হেরে যাওয়াকে কেন্দ্র করে ব্যক্তিগত শত্রুতার জেরে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে সে সভাপতি ইব্রাহীম ফরাজী’র কর্মী।

মারধরের শিকার আহসান হাবীব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অভিযুক্ত নাজমুল হাসাম মুন্না একাউন্টিং এন্ড ইনফরমেশনস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রোভার ইন কাউন্সিলের নির্বাচন শেষে ডেন থেকে বের হন কাউন্সিলের সাবেক সভাপতি আহসান হাবিব। ডেন থেকে বের হয়ে ক্যাম্পাসের মূল ফটকে আসলে ছাত্রলীগ কর্মী ও সাবেক রোভার নাজমুল হাসান মুন্নার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে কথা-কাটাকাটির জেরে মুন্নার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আহসান হাবীবকে মারধর করে। পরে আহসান হাবিবকে আহত অবস্থায় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার একটু আগে আহসান হাবীব ক্যাম্পাসের মূল ফটকে আসলে একাউন্টিং এন্ড ইনফরমেশনস বিভাগের মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং আহসান হাবীব আহত হোন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নাজমুল হাসান মুন্না বলেন, ‘সে সাবেক সভাপতি হওয়া সত্বেও নির্বাচনে প্রভাব বিস্তার করতেছিল এবং বর্তমান কমিটির সাথে গোপন বৈঠক করেছে। শিবির কর্মীদের সংগঠনের সদস্যপদ থাকার বিষয়ে সে প্ররোচনা দিয়েছে। এটা নিয়ে আমি তার কাছে জানতে চাইলে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর এক পর্যায়ে আমি তাকে দুই-তিনটা চর-থাপ্পড় দিয়েছি।’

রোভার ইন কাউন্সিলের সাবেক সভাপতি আহসান হাবীব বলেন, ‘তার সমস্ত অভিযোগ মিথ্যা। গতকাল এজিএম ছিল সেজন্য সাবেকদের দুপুরের খাবারের জন্য দাওয়াত দিয়েছিল। আমি সহ আরও কয়েকজন সাবেক রোভার সেখানে উপস্থিত হই। আমি সভাপতি থাকাকালীন নির্বাচনে সে হেরে যায়। সেজন্যই ব্যাক্তিগত আক্রোশ থেকে সে আমাকে হুমকি-ধামকি দেয়। সন্ধ্যার একটু আগে ক্যাম্পাস থেকে বের হলে মূল ফটকের এখানে মুন্না সহ আরও কয়েকজন আমার ওপর হামলা করে মারধর করে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি এবং এরকম ঘটনার জন্য খুবই মর্মাহত হয়েছি। লিখিত অভিযোগ দিলে আমরা সবাই বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিবো।’

শিবির কর্মীদের সদস্যপদের বিষয়ে তিনি বলেন, ‘রোভার স্কাউট একটি অরাজনৈতিক সংগঠন। এটা একটি সেবামূলক সংগঠন। এখানে কারোর রাজনৈতিক পরিচয় দেখে সদস্যপদ দেয়া হয়না। আমাদের এমন কোনো বিধিবিধানও নেই বহিষ্কার করার। এটা সংগঠনের সম্পূর্ণ বাইরের বিষয়।’

এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম ফরাজী বলেন, নাজমুল হাসান মুন্নার বিষয়টি আমি জানি। তার দৃষ্টান্তমূলক বিচার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ এলে আমরা ব্যবস্থা নিবো। আর হামলার শিকার শিক্ষার্থী গতকাল থানায় গিয়েছিলো বলে জানিয়েছিলো, আমি অভিযোগ দায়ের করতে বলেছিলাম, এখন সেটা করেছে কিনা তা আমাকে জানানো হয়নি।’

শেয়ার