ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে হত্যাকারীরা। আজ রবিবার সকালে ওই ইউনিয়নের গাবির বিলের ভিতর থেকে নিহত কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শরীফ শেখ (৩৫)। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের পুত্র।
স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের ব্যবসা রয়েছে। তার পরিবারের অভিযোগ, কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা জানান, নিহত কাঁচামাল ব্যবসায়ী শরীফ শনিবার রাত দশটার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ রবিবার সকালে স্থানীয়রা গাবির বিলের মধ্যে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি বলেন নিহত শরীফের মাথা কুপিয়ে তিনটি খন্ড করে ফেলে উপুর করে রাখা ছিলো।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুরের কোতয়ালি থানা অফিসার ইনচার্জ মো আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।