Top
সর্বশেষ

সিলেটে বন্যার ক্ষতচিহ্ন ভেসে উঠছে

২৬ জুন, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
সিলেটে বন্যার ক্ষতচিহ্ন ভেসে উঠছে
মিলাদ জয়নুল, সিলেট :

সিলেট-সুনামগঞ্জের উঁচু এলাকাগুলো থেকে ধীরে নামছে পানি। তবে ৮০ ভাগেরও বেশী এলাকা এখনো পানিতে টুইটুম্বুর। ওদিকে উঁচু এলাকাগুলো থেকে পানি নামার সাথে ভেসে ওঠছে ক্ষতচিহ্ন। দৃশ্যমান হচ্ছে ধ্বংসস্তুপের চিত্র।

সিলেট জেলায় সরকারী হিসেবে প্রায় ৪ লাখ পরিবার ও ২২ হাজার ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের আংশিক, জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভায় ৩ লাখ ৮৯ হাজার ৩২০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ২২ হাজার ১৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ফসল নষ্ট হয়েছে ২৮ হাজার ৯৪৫ হেক্টর। তবে জেলা প্রশাসনের এ হিসেবের চেয়ে প্রকৃত ক্ষতি আরো কয়েক গুণ বেশী বলে জানাচ্ছে স্থানীয় সূত্রগুলো। এছাড়া সড়ক বিভাগ ও এলজিইডি সূত্র বলছে, সিলেট জেলার সড়ক বিভাগের প্রায় ১২৫ কিলোমিটার সড়ক তলিয়ে গেছে।

সুনামগঞ্জে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সুনামগঞ্জে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। বন্যার পানি নামার পর ভেসে ওঠছে ক্ষতচিহ্ন।
ক্ষতিগ্রস্থ সম্পদের মধ্যে বিধ্বস্থ ঘরবাড়ীর পাশাপাশি অন্যতম হচ্ছে সুনামগঞ্জের সড়কগুলো। কয়েকটি উপজেলার সঙ্গে এখনো বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এসব সড়কে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও। সংশ্লিষ্ট সূত্র বলছে, সুনামগঞ্জে সড়ক বিভাগ ও এলজিইডি মিলিয়ে জেলায় ২২’শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বন্যার ভয়াবহ বিপর্যয়ের পর সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়কগুলো দেখলে যে কেউ আঁতকে উঠবেন। বন্যার ভয়াবহতা সহজেই অনুমান করা যাচ্ছে এই সড়কের ক্ষত চিহ্নগুলো দেখার পর। পানির চাপ এতটাই শক্তিশালী ছিল যে ঘূর্ণিঝড়ে গাছ- ঘরবাড়ি যেমন দুমড়েমুচড়ে যায়, ঠিক তেমনিভাবে দুমড়েমুচড়ে গেছে সড়ক। সড়কে তৈরি হয়েছে ছোট ছোট গর্ত। কোথাও কোথাও সড়কের কার্পেটিং ও বেইজিং সরে গিয়ে স্রোতে দুই থেকে তিন ফুট পর্যন্ত মাটি সরে গেছে।

আবার কোনো জায়গায় রাস্থার মাঝ দিয়ে তৈরি হয়েছে খালের মতো। অধিকাংশ সড়কের পাশ থেকে সরে গেছে মাটি। যার কারণে পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বিচ্ছিন্ন হয়ে আছে সুনামগঞ্জের সঙ্গে প্রায় অর্ধেক উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা। হাওরে পানি থাকায় বিকল্প হিসেবে নৌপথ এখন শেষ ভরসা দুই উপজেলার লক্ষাধিক মানুষের।

পানি নেমে যাওয়ার পর সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। গাড়ি দিয়ে, নৌকা নিয়ে, হেঁটে ভেঙে ভেঙে সদর উপজেলায় আসতে হচ্ছে। এতে দ্বিগুণ টাকা খরচ হচ্ছে বলেও জানান তারা।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক জানান, ভয়াবহ বন্যায় সওজের আওতাধীন ৮টি সড়কের ৩৫৬ কিলোমিটারের মধ্যে ১৮৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে, বন্যার ভয়াবহতায় সিলেটের স্বাস্থ্যখাতেও নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দীন আহমেদ হাসপাতালের নিচতলা প্রায় তিনফুট পানিতে তলিয়ে যায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেটর জলমগ্ন হওয়ায় হাসপাতালের বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়ে। নিচতলায় পানি উঠে যাওয়ায় রোগীরা পড়েন চরম দুর্ভোগে। পানি নামার পর দেখা যায়- হাসপাতালটির এম.আর আই, সিটিস্ক্যান ও রেডিও থেরাপি মেশিনে পানি ঢুকে গেছে। ফলে বন্ধ রয়েছে এসব সেবা কার্যক্রম।

এবারের বন্যায় শুধু ওসমানী হাসপাতালেই নয়, ক্ষতিগ্রস্থ করেছে বিভাগের অনেক সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক। ফলে বিভাগজুড়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।

বন্যায় আক্রান্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্যাদি সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী- সিলেট বিভাগের মোট ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২৪টি বন্যাকবলিত হয়েছে। ৮৫ টি ইউনিয়ন সাব-সেন্টারের মধ্যে ৩১টিতে পানি ঢুকেছে। সুনামগঞ্জে ২০ শয্যার দুটি হাসপাতালে পানি প্রবেশ করে। এছাড়াও ৯শ ২৭ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪১৪টি ক্লিনিক পানিতে নিমজ্জিত হয়।

সিলেট জেলার ৩টি উপজেলা (জৈন্তাপুর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ) বাদ দিয়ে বাকি ১০টি উপজেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে জলমগ্ন ছিল। কোম্পানীগঞ্জ এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১০ ফুট পরিমান পানি ছিল। স্রোতের কারণে অনেক আসবাবপত্র ভেসে গেছে এসব প্রতিষ্ঠানের।

সিলেট স্বাস্থ্য বিভাগের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সকল উপদ্রুত স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক সরঞ্জামাদি, ইপিআই আইএলআর ফ্রিজ, প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি, এক্সরে মেশিন, এমএসআর সামগ্রী নষ্ট হয়ে গেছে। জলমগ্ন এসব যন্ত্রপাতি কতটা সচল কিংবা অচল তা পানি নেমে না যাওয়ায় যাচাই করা যাচ্ছে না। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে আরো সময় লাগবে।

এদিকে ইতিহাসের সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতির বন্যার এখনো আশানুরূপ উন্নতির খবর নেই। বিভাগের চার জেলায় এখনো ৮০ ভাগ এলাকা অথৈ জলে ভাসছে। কেবল সিলেটের সুরমা অঞ্চল ঘেরা বিভিন্ন নদীর পানি কিছুটা কমার খবর পাওয়া গেছে। তবে কুশিয়ারা অঞ্চলে এখনো চোখ রাঙাচ্ছে পানি।

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে দশমিক শূন্য ৯ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৫৮ সেন্টিমিটারে অবস্থান করছে। একই সময়ে নদীর সিলেট পয়েন্টে পানি দশমিক শূন্য ৭ সেন্টিমিটার কমে ১০ দশমকি ৮২ সেন্টিমিটারে অবস্থান করছে। তবে এই সবই বিপদসীমার উপরে। ওদিকে কুশিয়ারা নদীর শেওলা পয়েন্ট, শেরপুর পয়েন্ট ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে।

সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। তবে ধীরগতিতে পানি নামছে। আর বৃষ্টি না হলে আগামী দুই-এক দিনের মধ্যে পানি আরও কমে যাবে বলে আশা করছেন তিনি। তবে আগামী মাসের শেষ দিকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নগরে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ : সিলেট নগর ও এর আশপাশের এলাকায় বন্যার পানি অনেকটাই কমেছে। তবে এখন রাস্থাঘাটে জমে থাকা বন্যার ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। এদিকে পানি কমতে শুরু করায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন।

নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোর যেসব স্থানে পানি জমে ছিল, সেগুলো প্রায় নেমে গেছে। তবে কিছু সড়কে এখনো পানি রয়েছে। এর মধ্যে শাহজালাল উপশহরের কিছু গলি, তালতলা সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলোতেও পানি রয়ে গেছে। তবে সবকটি সড়কেই যানবাহন চলাচল করতে দেখা গেছে।

নগরের যতরপুর, মিরাবাজার, শাহজালাল উপশহর, সোবহানীঘাট, মির্জাজাঙ্গাল, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, কুয়ারপাড়, লালাদিঘীর পাড় এলাকার পাড়া- মহল্লার পানি ময়লা ও কালো রং ধারণ করেছে। এসব স্থানে জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

যতরপুর এলাকার বাসিন্দা শাহনেওয়াজ হোসেন বলেন, পানি কমে যাওয়ার পর নতুন করে ভোগান্তি শুরু হয়েছে। আগে বেশি পানি থাকায় পানি কিছুটা ঘোলা থাকলেও তেমন ময়লা ছিল না। এখন পানি ময়লা হয়ে কালো রং ধারণ করেছে। প্রতিনিয়ত ময়লা পানি মাড়িয়ে চলাফেরা করতে হচ্ছে। এতে সবার পায়ে চুলকানি হচ্ছে।

 

শেয়ার