Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

রংপুরে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন

২৬ জুন, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
রংপুরে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

একটি ধর্ষণ মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে রংপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এই রায় দেন। রায় ঘোষনার সময় দুই আসামী কাঠগড়ায় উপস্থিত থাকলেও মামলার মূল আসামী পালাতক রয়েছেন। ১৫ বছর পর মামলার রায় ঘোষনা হওয়ায় বাদির পরিবার ন্যায় বিচার পেয়েছেন বলে জানান।

দন্ডপ্রাপ্তা হলেন, নগরীর এরশাদ নগর এলাকার আব্দুল জলিলের পুত্র আসাদুল ইসলাম, আউয়াল মিয়ার পুত্র রঞ্জু মিয়া ও কেডিসি রোড এলাকার আব্দুস ছাত্তারের পুত্র বাবু মিয়া। আসামী বাবু মিয়া পলাতক ছিল।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে নগরীর তাজহাট টিবি হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে এক কিশোরী রিকশাযোগে মর্ডাণ মোড় যাবার সময় দন্ডপ্রাপ্ত বাবু মিয়া ও তার সহযোগীরা রিকশার গতি রোধ কওে কিশোরীতে তুলে নিয়ে একটি পরিত্যাক্ত ঘরে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদি হয়ে বাবুকে মিয়াকে প্রধান আসামী করে তিনজনের নামে থানায় মামলা করেন।

সে সময়ের মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম এই তিদন জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ প্রমান শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দেন।

সরকারি পক্ষের আইনজীবী পিপি রফিক হাসনাইন জানান, সাক্ষ্য প্রমান শেষে আদালত ৩ আসামীকেই যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায়ে বাদি স্বস্তি প্রকাশ করছেন।

শেয়ার