Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

ঠাকুরগাঁওয়ে ভূমিহীনদের প্রতিবাদ সমাবেশ

২৬ জুন, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ভূমিহীনদের প্রতিবাদ সমাবেশ
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাস জমিতে অবস্থারত গ্রামীণ দরিদ্র ভূমিহীন নারী-পুরুষদের উপর উপযুপরি সন্ত্রাসী হামলা, ঘর-বাড়ি ভাঙ্গা, অগ্নি সংযোগ, মারধর, আহত ও সর্বপরি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে র‌্যালি, জন সমাবেশ ও প্রতিবাদ সভা হয়েছে।

রবিবার (২৬ জুন) উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও বে-সরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) আয়োজনে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভা হয়।

উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অভিনাস চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, ইউএনডিপির ব্যবসা ও মানবাধিকার জাতীয় বিশেষজ্ঞ মেহেরুন ইসলাম চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, বেলডাঙ্গী জনসংগঠনের নেতা মিজানুর রহমান, সিডিএ’র ব্যবস্থাপক (বাস্তবায়ন) সোহেল রানা, উপজেলা ভূমিহীন সংসদীয় ঐক্য পরিষদের সাবেক সভা প্রধান রমজান আলী প্রমূখ।

এর আগে খাস জমিতে অবস্থারত গ্রামীণ দরিদ্র ভূমিহীন নারী-পুরুষদের উপর উপর্যুপরি সন্ত্রাসী হামলা ঘর- বাড়ি ভাঙ্গা, অগ্নি সংযোগ, মারধর, আহত ও সর্বপরি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে র‌্যলি করে ইউএনও’র কাছে স্মারকলিপি দেয় ভূমিহীনরা।

 

শেয়ার