Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেক পোষ্টে ভারতীয় ভিসা চালুর দাবি

২৬ জুন, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেক পোষ্টে ভারতীয় ভিসা চালুর দাবি
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় ভিসা চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে করেছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানীকারক গ্রুপ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংগঠনটির সভাপতি আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক কুদরত ই খুদা-মিলন। সম্মেলনে পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আবু তোয়বুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে কুদরত ই খুদা-মিলন বলেন, ২০১৬ সালে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট চালু হয়। ভারতীয় দুতাবাস বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে ভিসা প্রদান শুরু করলে ভারতের সাথে ব্যবসার পাশাপাশি মানুষের যাতায়াতও চালু হয়। কিন্তু ২০১৯ সালে কোভিড ১৯ সংক্রমন ঠেকাতে ভারতে বিদেশী নাগরিকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। করোনা সংক্রমন কমে গেলে ২০২১ সালের শুরুর দিকে পর্যায়ক্রমে বিভিন্ন রুটে ভিসা দেয়া শুরু করে ভারতীয় সরকার। গত মার্চ মাস থেকে সবধরনের ভিসা দেয়া শুরু করেন ভারতীয় দুতাবাস। ভারত-বাংলাদেশের সকল রুটে ভিসা প্রদান করলেও বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে ভিসা প্রদান বন্ধ রেখেছেন ভারতীয় দুতাবাস। কেন ভিসা দিচ্ছেন না তাও কেউ খোলাসা করে বলছেন না। ভিসা প্রদান না করায় চরম বিড়ম্বনায় পড়েছেন দেশের একমাত্র চতৃর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের যাত্রীরা।

এই ইমিগ্রেশন দিয়েই বাংলাদেশী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ পর্যটকরা ভারত, নেপাল এবং ভূটানে যাতায়াত করেন । এই রুটে ভিসা না দেয়ায় সমস্যায় পড়েছে স্থানীয়সহ দেশের হাজারো মানুষ। করোনার আগে এই রুটে প্রতিদিন কয়েক হাজার মানুষ ভারত, নেপাল, ভ’টান এবং ভারতের দার্জিলিং, সিকিমসহ বিভিন্ন পর্যটন এলাকায় যাতায়াত করতো। অনেকে চিকিৎসা এবং ব্যবসার নানা কাজে ভারতে ভ্রমণ করতো।

বক্তারা বলেন, সহজ যোগাযোগ ও সাশ্রয়ী খরচে পঞ্চগড় সহ পাশ^বর্তী জেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক, সাধারণ মানুষ চিকিৎসা কাজে, বাংলাবান্ধা বন্দরের ব্যবসায়ী, চর্তুদের্শীয় শিক্ষার্থীদের যাতায়াতসহ নানা কাজে বাংলাবান্ধা ইমিগ্রেশন রুট দিয়ে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করতো। কিন্তু করোনা পরবর্তী সময়ে অন্যান্য ইমিগ্রেশন দিয়ে ভারতে নানা কাজে যাতায়াত করা গেলেও পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা মিলছে না। ফলে নানা ধরনের দূর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এতে পর্যটকসহ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন সেই সঙ্গে সরকারও হারাচ্ছে রাজস্ব। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা মানুষের সুবিধার্থে দ্রুত এই বন্দর দিয়ে ভিসা চালুসহ পণ্য ও মানুষ পারাপারে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় বর্ধিতকরণের দাবী জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার