Top

পিকআপে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

২৭ জুন, ২০২২ ১:১৭ অপরাহ্ণ
পিকআপে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক :

স্বপ্নের পদ্মা সেতু চালুর প্রথম দিনেই বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। তবে চালিয়ে নয়, পিকআপে তুলে নিয়ে পদ্মা সেতু পার করা হচ্ছে মোটরসাইকেল!

জানা যায়, মোটরসাইকেল পারাপারের জন্য ফেরির ব্যবস্থা রাখা হলেও ফেরি পাচ্ছেন না তারা। এ কারণে ঘাট থেকে ফিরে এসে পিকআপ ভাড়া করে সেতু পার হচ্ছেন তারা।

এক মোটরসাইকেল চালক বলেন, ‘সড়কে দুর্ঘটনা হতেই পারে। যে সমস্যাগুলো হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে কাজ করা যেতে পারে। তাই বলে মোটরসাইকেল নিষিদ্ধ করা ভালো সিদ্ধান্ত নয়। যদি কোনো বাস দুর্ঘটনায় পড়ে, তাহলে কি বাস চলাচলও নিষিদ্ধ করা হবে।’

সোমবার সকালে দেখা যায়, একটি পিকআপে ৭-৮ জন যুবক বেশ কয়েকটি বাইক নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অপেক্ষা করছেন। এসময় তাদের ভাড়ার কথা জিজ্ঞাসা করলে তারা জানান, প্রতিটি বাইক ৪০০ টাকা করে সেতু পার করিয়ে দিচ্ছেন পিকআপের চালক।

আজ সকাল থেকে টোল প্লাজার আশপাশে মোটরসাইকেল আসতে দেওয়া হচ্ছে না। যারা আসছে তাদের পিছনে পাঠিয়ে দিচ্ছে সেতু কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টোল প্লাজার আগেই আটকে দেওয়া হচ্ছে মোটরসাইকেলগুলো। পরে সেগুলো পিকআপে তুলে সেতু পার করা হচ্ছে। প্রতিটি পিকআপে ৫ থেকে ৬টি করে মোটরসাইকেল ওঠানো হচ্ছে।

 

বিপি/ আইএইচ

শেয়ার