ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হল বন্ধের তারিখ পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে ঈদ উল আযহার ছুটি শুরুর দুইদিন আগেই হল ছাড়ার নির্দেশ দিয়ে গতকাল রোববার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। যেখানে ২ জুলাই ক্যাম্পাস বন্ধ হলেও ৩০ জুন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে হল বন্ধের তারিখ পেছানোর দাবিতে গতকাল রোববার (২৬ জুন) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র-ছাত্রীরা। একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব ছিলো শিক্ষার্থীরা।
অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ সোমবার হল বন্ধের তারিখ পরিবর্তন করে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ফলে আগামী ৩০ জুন বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২ জুলাই শনিবার সকাল ১০টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। আগামী ১৫ জুলাই শুক্রবার হলসমূহ পুনরায় খুলে দেয়া হবে। সেদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।