Top
সর্বশেষ

সিরাজগঞ্জে যমুনায় পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

২৭ জুন, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
এস.এম.মাসুদ রানা,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ (২৭ জুন) সকালের রেকর্ড অনুযায়ী সিরাজগঞ্জ পয়েন্টে ২৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে ২৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যমুনার পানি খুব দ্রুত কমে বন্যাকবলিত এলাকার অনেক বাড়ি-ঘর থেকে পানি নেমে গেছে এবং আগামী ২/৩ দিনের মধ্যেই বেশিরভাগ নিম্নাঞ্চল থেকেও পানি নেমে যেতে পারে। সেইসাথে যমুনার পানি কমে যাওয়ায় জেলার অভ্যান্তরীন নদ-নদীর পানিও দ্রুত কমতে শুরু করেছে। যমুনা তীরবর্তী ৫ উপজেলার ৩৮টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। বাড়ি-ঘর থেকে দ্রুত পানি নেমে গিয়ে চরাঞ্চলসহ নিম্নঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক স্থানে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়ায় বন্যাদূর্গত মানুষের দূর্ভোগ বেড়েছে।

এদিকে যমুনায় পানি কমতে থাকায় যমুনা তীরবর্তী ওই ৫টি উপজেলার অনেক স্থানে প্রচন্ড ভাঙ্গন দেখা দিয়েছে। তবে ভাঙ্গন কবলিত স্থানে ভাঙ্গন রোধে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে ও বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজর রাখছে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড। সরকারের অপ্রতুল ত্রাণ সামগ্রি বেসরকারি এনজিও সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও তেমন তৎপরতা না থাকাও চলতি বন্যায় দূর্ভোগের কারণ বলে দাবি করছেন সিরাজগঞ্জের বানভাসিদের অনেকেই। বন্যার কারণে জেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় পাঠদান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া জেলার নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ায় বন্যার্তদের জন্য ১৮৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

পানিবন্দি মানুষের জন্য ২৩টি মেডিকেল টিম গঠন করে সার্বক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হয়েছে। অপরদিকে বন্যায় জেলায় প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমির রোপা আমন, তিল, মরিচ, বাদাম, রোপা আমন, শাক-সবজি, বীজতলাসহ উঠতি ফসল পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে। এবারের বন্যায় জেলার কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্ধসঢ়;্রসারন অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা স্বীকার করে বলেন, কৃষকের এ ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার