Top
সর্বশেষ

বগুড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

২৭ জুন, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
বগুড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ মোফাজ্জল প্রামানিক(৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার সকাল ৯টার দিকে শহরের সাতমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোফাজ্জল কাহালু উপজেলার ধাওয়াপাড়া এলাকার মোকাব্বর প্রামানিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতমাথা আলিফ মেটালিক এর সামনে থেকে ৭৫ লিটার চোলাই মদ এবং মোবাইলসহ মোফাজ্জল প্রামানিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার