Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

২৭ জুন, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও সদর উপজেলা খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের না জানিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠন করায় কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবগবৃন্দ।

২৭ জুন সোমবার সকালে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের আয়োজনে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধন কর্মসূচিতে স্কুলের অভিভাবক ফখরুল ইসলাম, হাসিনুর রহমান, আব্দুর রউফ, আব্দুল করিম ঐ পকেট কমিটি বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন।

বক্তব্যে অভিভাবকরা বলেন, স্কুলের প্রধান শিক্ষক কোন অভিভাবককে না জানিয়ে নিজের ইচ্ছা মত পকেট কমিটি গঠন করেছেন। এর আগেও প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে যা ইচ্ছা তাই করেছে। আমরা বিভিন্ন দফতরে এই অনিয়মের লিখিত অভিযোগ করেছি। আমরা দ্রুত পকেট কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি জানাই।

ম্যানেজিং কমিটির সভাপতি দাওদুল ইসলাম বলেন, আইন ও নিয়ম মেনে আমরা কমিটি গঠন করেছি। কিছু অভিভাবকের এই কমিটি নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করবো আমরা।

শেয়ার