নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। পরে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলার সামনে গিয়ে শেষ হয়।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছ, কৃষির আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন বীজ ও সারের ১০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এই মেলা। হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা তাদের উৎপাদিত পন্য নিয়ে মেলায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জসিম উদ্দিন, বিভিন্ন শাখার উপ-সহাকরী কৃষি কর্মকর্তা, কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।