Top
সর্বশেষ

স্ট্রাইক রেট প্রশ্নে বিরক্ত তামিম

১৯ জানুয়ারি, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
স্ট্রাইক রেট প্রশ্নে বিরক্ত তামিম

একসময় তাকে বলা হত ‘মারকুটে ব্যাটসম্যান’, ‘ড্যাশিং ওপেনার’। সেই ‘মারকুটে’ তকমা হারিয়ে তামিম ইকবালকে এখন বারবার শুনতে হয় ধীর গতির ব্যাটিং নিয়ে প্রশ্ন। নিজের ব্যাটিংয়ের ধরন পাল্টে‌ ফেললেও এখনো তামিমের ব্যাটে রান আসে নিয়মিত। তাই বারবার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্ত তামিম।

ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন শুরুর আগে তামিম সংবাদ সম্মেলন করেন মঙ্গলবার (১৯ জানুয়ারি)। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিমের কাছে তার সাম্প্রতিক সময়ের ধীর ব্যাটিং তথা স্ট্রাইক রেট নিয়ে জানতে চাওয়া হয়। এতে কিছুটা মেজাজ হারান তামিম।

সাম্প্রতিক সময়ে যতবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তামিমকে ততবারই স্ট্রাইক রেট নিয়ে কথা শুনতে হয়েছে। ব্যাখ্যা দিতে দিতে যেন ক্লান্ত ওয়ানডে অধিনায়ক। তাই তার আহ্বান- স্ট্রাইক রেট নিয়ে কথা না তুলে যাচাই করা হোক তার পরিসংখ্যান।

তামিম বলেন, ‘স্ট্রাইক রেট ইস্যু নিয়ে আমি অনেক বলেছি। আপনাদের এই প্রশ্নটা প্রত্যেক প্রেস কনফারেন্সেই আছে। অনেকবারই আমি বলেছি। আমার পরিসংখ্যানে দেখে নেওয়াই শ্রেয়।’

স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে যে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তা-ও পরিস্কার করেছেন তামিম। তিনি বলেন, ‘এই প্রসঙ্গে বারবার উত্তর দিতে আমি উপভোগ করি না। এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। আপনি যদি পরিসংখ্যানে গিয়ে একটু যাচাই করেন আমার কী অবস্থা আছে, ৫-৬ বছর ধরে কীভাবে খেলেছি, আপনি উত্তরটা পেয়ে যাবেন।’

শেয়ার