পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিন শত শত মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন থেকে যে পরিমাণ টোল আদায় হয়েছিল, মোটরসাইকেল বন্ধের পর দ্বিতীয় দিন টোল কমে গেল পৌনে এক কোটি টাকা।
রোববার ( ২৮ জুন ) সেতু চালুর পর প্রথম দিন দুই প্রান্ত দিয়ে ২ কোটি ৭৫ লাখ টাকার বেশি টোল আদায় হলেও পরের ২৪ ঘণ্টায় তা নেমে আসে ১ কোটি ৯৭ লাখে। অর্থাৎ টোল কমেছে ৭৮ লাখ টাকার মতো।
তবে যে টোল কমেছে, তার পুরোটাই বাইকের কারণে কমেছে এমন নয়। মোটরসাইকেল বন্ধ হওয়ায় টোল কমেছে বড়জোর ৪৬ লাখ টাকা।
সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আর টোল কমার জন্য তিনি মোটরসাইকেল নিষিদ্ধ করাতেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
শনিবার সেতু উদ্বোধন হলেও যান চলাচল শুরু হয় পরদিন ভোর থেকে। আর দেশের সবচেয়ে বড় সেতু নিয়ে চলতে আগের রাত থেকেই দুই তীরে অপেক্ষা করতে থাকে বিপুলসংখ্যক যানবাহন। এসব গাড়ির মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল।
প্রথম দিন সেতু নিয়ে উন্মাদনার মধ্যে বাইকারদের আচরণের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়েছে। সেতুর নির্ধারিত গতি ৬০ কিলোমিটার হলেও গতির নেশায় কেউ কেউ ছাড়িয়ে গেছেন ১০০ কিলোমিটারও। বাইকে একজন আরোহীর বেশি তোলা নিষেধ হলেও দুইজনকে নিয়ে সেতু পার হওয়া, এমনকি ভাড়ায় যাত্রী টানার ঘটনাও ঘটে।
হাজার হাজার বাইকের কারণে সেতুতে অন্য বাহন উঠতেও বাধা পায় প্রথম দিন। আর এসব বিশৃঙ্খলার মধ্যে দ্বিতীয় দিন ভোর থেকে বাইক নিষিদ্ধ করে দেয়া হয়।
সেতু পারাপারে গাড়ির আকারভেদে যে টোল ঠিক করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে কম দিতে হয় মোটরসাইকেলকেই। একবার সেতু পার হলে ১০০ টাকা দিতে হয় এই বাহনের চালককে। প্রাইভেট কারকে দিতে হয় ৭৫০ টাকা, পিকআপ বিলাসবহুল জিপকে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসকে ১ হাজার ৩০০ টাকা, ছোট বাসকে ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসকে ২ হাজার এবং বড় বাসকে টোল দিতে হয় ২ হাজার ৪০০ টাকা।
তবে পরিমাণে কম হলেও প্রথম দিন সংখ্যায় বাইকই সবচেয়ে বেশি পার হয়েছে বলে জানিয়েছেন সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন। বলেন, ‘যত গাড়ি গিয়েছিল, তার ৭০ শতাংশই ছিল মোটরসাইকেল। পরের দিন যেহেতু এই গাড়ি বন্ধ ছিল, তাই টাকা কমতেই পারে।’
সেতু বিভাগের তথ্য বলছে, চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার গাড়ি পদ্মা সেতু পার হয়। বাইক নিষিদ্ধের পর ২৪ ঘণ্টায় পার হয় ১৫ হাজার ৪২৯টি বাহন।
এই হিসাবে প্রথম দিন বাইক চলেছিল ৪৬ হাজারের মতো।
এই হিসাবে প্রথম দিন বাইকের কারণে টোল আদায় হয় ৪৬ লাখ টাকা। অর্থাৎ যে টোল কমেছে, তার পুরোটাই বাইকের কারণে নয়।
সেতু বিভাগের হিসাবে পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়েই যান চলাচল ও টোল আদায় প্রায় সমান।
গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠে ৭ হাজার ৬৬১টি গাড়ি। টোল আদায় হয় ৯৯ লাখ ৪৭ হাজার টাকা।
জাজিরা প্রান্ত থেকে সেতুতে ওঠে ৭ হাজার ৬৬৮টি গাড়ি, টোল দিয়েছে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা।