Top
সর্বশেষ

রাষ্ট্রপতির ছেলের ড্রাইভারকে মারধর, তদন্ত প্রতিবেদন ২৮ জুলাই

২৮ জুন, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতির ছেলের ড্রাইভারকে মারধর, তদন্ত প্রতিবেদন ২৮ জুলাই
  নিজস্ব প্রতিবেদক :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির ছেলের ব্যক্তিগত ড্রাইভার নজরুল ইসলামকে মারধরের ঘটনায় কৌশিক সরকার সাম্য নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ( ২৮ জুন ) ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন। এ মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী কৌশিক সরকার সাম্যসহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গতকাল সোমবার ওয়ারী থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী চালক নজরুল ইসলাম। তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রিয়াদ আহমেদ তুষারের গাড়ির চালক বলে জানান ওয়ারী থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ জুন সন্ধ্যা ৭ টার দিকে ড্রাইভার নজরুল ইসলাম বঙ্গভবন থেকে মহামান্য রাষ্ট্রপতির নাতি ইসা আব্দুল্লাহ (৮)কে প্রাইভেট পড়তে রাজধানীর ওয়ারী থানাধীন চামু ডেল্টার মোড়ে নিয়ে যান। সেখানে মহামান্য রাষ্ট্রপতির নাতিকে নামিয়ে দেন। এরপর বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিলে ওয়ারী থানাধীন চামু ডেল্টার মোড় হতে টিপু সুলতান রোডের মাথায় পৌছালে তখন আসামি কৌশিক সরকার সাম্য মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় গাড়ির ড্রাইভার নজরুল পেছন থেকে গাড়ির হর্ণ দিলে আসামি উত্তেজিত হয়ে গাড়ির দিকে আসেন এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ড্রাইভারের মুখে থুথু নিক্ষেপ করে এবং গাড়ির পেছনে জোরে লাথি মারে আসামি কৌশিক। আসামির পরিচয় জানার চেষ্টা করলে সে উত্তেজিত হয়ে মোবাইলে অজ্ঞাত ৪/৫ জনকে ডেকে নিয়ে আসে। এরপর আসামি কৌশিকসহ অন্যরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগী নজরুলকে গুরুতর আঘাত করার উদ্দেশ্যে মুখে ও পিঠে এলোপাতাড়ি মারপিট করে। পরবর্তীতে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।

উল্লেখ্য, আসামি কৌশিক সরকার সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে রাজনীতি করেন। তবে কৌশিক ছাত্রলীগের কেউ নয় বলে দাবি করেন বিশ্ববিদ্যালয় ছাত্ররীগের সাধারণ সম্পাদক আকতার হুসাইন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২০১৯ সালের ৭ নভেম্বর আসামি কৌশিক সরকার সাম্যকে সাময়িক বহিস্কার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার