Top
সর্বশেষ

জাবিতে ছাত্রদল কর্মীর উপর ছাত্রলীগের হামলার অভিযোগ

২৮ জুন, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
জাবিতে ছাত্রদল কর্মীর উপর ছাত্রলীগের হামলার অভিযোগ
মেহদী ইসলাম, জাবি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মীকে মারধর এবং হেনস্তা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মারধরের শিকার ছাত্রদল কর্মী হামিদুল্লাহ সালমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী।

তিনি বলেন, মুরাদ চত্বরে বসে ছিলাম, এমন সময় কয়েকজন এসে জিজ্ঞেস করলো আমি ক্যাম্পাসের কি না। তারপর আরো কয়েকজন এসে যুক্ত হলো, তারা জিজ্ঞেস করলো আমি ছাত্রদলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট কি না। কেনো ছাত্রদলের রাজনীতি করি, ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি করতে পারবো না এসব বলে অতর্কীত হামলা করেছে।

তিনি আরো বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত, প্রহসন মূলক জোর জবরদস্তি করে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা পরবর্তীতে এসে আমাকে উদ্ধার করেন।

আমি এখনো অভিযোগ করিনি, অভিযোগপত্র প্রক্টরিয়াল বডির কাছে জমা দিবো। যারা হামলা করেছে এরা হলো মীর মশাররফ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , মওলানা ভাসানী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগ কর্মী।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর বলেন, ছাত্রলীগের দখলদারি মনোভাবের অংশ হিসেবে এই হামলা। ক্ষমতাসীন ছাত্রসংগঠন ক্যাম্পাসে রাজত্ব কায়েম করতে চায়। তাই তারা ভিন্ন মত ভিন্ন দলকে সহ্য করতে পারে না। অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি করছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘আমরা সবসময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিপক্ষে। ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হোক এটা কখনো চাই না। ছাত্রদল কর্মী সে বিশৃঙ্খলা সৃষ্টির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকদিন থেকে পায়তারা করছিলো এজন্য ছাত্রলীগ কর্মীরা তাকে সাবধান করে দিয়েছেন। কোন ধরনের মারধর করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমাকে কোনো অভিযোগপত্র দেয়া হয়নি। অভিযোগপত্র পেলে ব্যবস্থা নেয়া হবে।’

 

শেয়ার