সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে সিলেট বিভাগীয় ছাত্র কল্যান সংস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
গত শনিবার বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জের হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী হারানো ৫২১ টি পরিবারের মাঝে মাঠ পর্যায়ে বিবেচনা করে তিন দিনের খাবার পৌছিয়ে দেয়া হয়েছে।
এসময় বন্যাপীড়িত মানুষের মধ্যে শুকনা খাবারের পাশাপাশি খাবার পানি, স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাইয়ের মতো প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়।
সিলেট বিভাগীয় ছাত্র কল্যান সংস্থার সভাপতি সৌরভ কাপালি বলেন, স্থানীয় যেসব ছাত্রছাত্রী আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের কাছে আমরা এমন কিছু গ্রামের কথা শুনি যেখানে এখনও ত্রাণ পৌঁছায়নি। লম্বা একটা সময় নৌকায় চড়ে আমরা সেই গ্রামগুলোতে যাই। সেখানকার অসহায় পাঁচশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন, ফান্ড কালেকশন থেকে শুরু করে ত্রাণ পৌঁছে দেওয়া পর্যন্ত যারা আমাদেরকে সহায়তা করেছেন বিশেষ করে সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং
ইচ্ছে সংগঠন ও জি.এস.বি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।