Top
সর্বশেষ

যমুনা নদী থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

২৮ জুন, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
যমুনা নদী থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

যমুনা নদীর সিরাজগঞ্জের বেলকুচি উপজেল্ধাসঢ়;র বিল মহিষা ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ওই ঘাটে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা হয়েছে। এ বন্যার রাতে হয়তো হতভাগ্য যুবকের লাশ ভেসে আসতে পারে। ৩০/৩২ বয়সী এ যুবক হাফ প্যান্ট পরিহিত ছিল। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

শেয়ার