Top
সর্বশেষ

শিক্ষককে হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদ ইবি শিক্ষক সমিতির

২৯ জুন, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
শিক্ষককে হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদ ইবি শিক্ষক সমিতির
ইবি প্রতিনিধি :

সাভারে কলেজ প্রভাষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বুধবার (২৯ জুন) সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, সাভারে কলেজ প্রভাষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে লাঞ্ছনা অত্যান্ত ন্যাককারজনক দু’টি ঘটনা। আমরা ঘটনা দু’টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এদের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

শেয়ার