Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

সরকারি প্রতিষ্ঠানের কাছে ৩২ কোটি ২৯ লাখ টাকা বিদ্যুৎ বিল পাওনা নেসকোর

২৯ জুন, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
সরকারি প্রতিষ্ঠানের কাছে ৩২ কোটি ২৯ লাখ টাকা বিদ্যুৎ বিল পাওনা নেসকোর
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) সরকারি প্রতিষ্ঠানের কাছে ৩২ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৩১১ টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে । এরমধ্যে রংপুর সিটি করপোরেশনের কাছে পাওনার পরিমান প্রায় ৯ কোটি টাকা।

গত ১ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশনা দেন। তাঁর নির্দেশনার পর বকেয়া বিল আদায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে রংপুর নেসকো। বিল পরিশোধ করার জন্য গত কয়েকদিন ধরে নগনীর ৩৩ ওয়ার্ডে মাইকে প্রচারনাও চালিয়েযাচেছ এই লিমিটেড কোম্পানীটি।

নেসকোর এক কর্মকর্তা জানান, তরা সিটি করপোরেশকে বিল পরিষোধ করার জন্য চিঠি দিয়েছেন। এ যেসকল সরকারী প্রতিষ্টান বিদুৎবিল পরিশোধ করেননি তাদেরকেও চিঠি পত্র দেওয়া হয়েছে।

রংপুর নেসকো অফিস সূত্রে জানা গেছে, বিতরণ-১ এর বকেয়া রয়েছে ৯ কোটি ২ লাখ ১০ হাজার ৩১১ টাকা। এরমধ্যে সিটি করপোরেশনের বকেয়া আছে ৮ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার ১১১ টাকা। রংপুর পুলিশ ক্লাবের বকেয়া ১২ লাখ ২৮ হাজার টাকা, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ৬০ লাখ ৯ হাজার ৭০০ টাকা, রংপুর শিল্পকলা এ্যাকাডেমির বকেয়া আছে ৪ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির বকেয়া ২ লাখ ৮৫ হাজার টাকা।

বিতরণ -২ এর বকেয়া আছে ৮ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকা। এরমধ্যে সিটি করপোরেশনের কাছ ৮ কোটি, রংপুর জেলা পুলিশের ৭২ লাখ, রংপুর গণপূর্ত বিভাগের ৪৫ লাখ ও স্টেডিয়ামের বকেয়া ১২ লাখ ১০ হাজার টাকা। ডিভিশন -৩ এর বকেয়া ১৪ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। এরমধ্যে সিটি করপোরেশনের ৮ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাক্ধাসঢ়;, বিহারী ক্যাম্পে ৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা, মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ পুলিশের ২ লাখ ।

রংপুর নেসকোন বিতরণ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন জানান, রংপুর সিটি করপোরেশনের বকেয়া বিল পরিশোধ করার জন্য প্রতি মাসে একটি করে চিঠি দেয়া হয়। কিন্তু তার কোন উত্তর আমরা পাই না। অনেক সরকারি অফিস তাদের বিদ্যুৎ বিলের অংশিক পরিশোধ করেছেন, অনেকে অর্ধেক করেছেন। সবাইকে নিয়মিত চিঠি দেয়া হচ্ছে।

রংপুর নেসকোন বিতরণ -৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, সব থেকে বেশী পাওনা রংপুর সিটি করপোরেশনের কাছে । আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে চিঠি দিয়েছি। জুন মাস শেষ হচ্ছে এখনো কোন বিল পাইনি। দ্বিতীয় অবস্থানে আছে রংপুরে অবস্থিত দুটি বিহারী ক্যাম্প। এখানে ৫ কোটি ৮৬ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এক সময় ত্রাণ মন্ত্রনালয় এদের বিল দিতো। এখন দেয় না।

তিনি বলেন, ২০১৬ সালে উচ্চ আদালত বিহারীদের নাগরিকত্ব নিয়ে একটি আদেশ দেন, সেই আদেশেই বলা হয় বিদ্যুৎ বিল বিহারাই দিবে। কিন্তু দিচ্ছে না। তারা উচ্চ আদালতে আপিল করেছে। কিন্তু আমরা বকেয়া বিলের জন্য প্রতি মাসে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দেই কিন্তু বিল পাই না।

নেসকোর এক কর্মকর্তা জানান, সরকারি ছাড়াও বেসরকারি পর্যায়ে আরো ১৫ কোটির উপরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এরমধ্যে প্রায় ১০ কোটি টাকার বিল নিখোঁজ। কারণ হিসেবে বলছেন, পিডিবি থেকে নেসকো হয়েছে এই সময়ে আবার অনেকে সড়কে পাশে দোকান করেছিল সেই দোকান ভাঙ্গা পড়েছে তারা এখন কোথায় আছে কেউ জানে না। সেই বকেয়া বিলও পাওয়া যাচ্ছে না।

বেসরকারি পর্যায়ে বকেয়া আদায়ে প্রতিদিনই কমপক্ষে অর্ধশত সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। যারা টাকা পরিশোধ করছে তাদের সংযোগ পূনরায় দেয়া হচ্ছে । যারা দিচ্ছে না তাদের সংযোগ বিচ্ছিন্ন থাকছে। এছাড়াও প্রতিনিয়তই মামলা করা হচ্ছে।

রংপুর নেসকো লি: তত্তাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল জানান, আমরা বকেয়া আদায়ে সর্বোচ্চ চেষ্টা করছি। সম্প্রতি রংপুর সিটি করপোরেশন ডিভিশন-২ এ এক কোটি টাকা পরিশোধ করেছেন।

তিনি বলেন, সরকারি অনেক অফিস তাদের বকেয়া পরিশোধ করেছেন, আবার কোন কোন অফিস বকেয়া রাখছেন না। যাদের বকেয়া আছে তারা বরাদ্দ পেলেই বকেয়া পরিশোধ করবে বলে সংশ্লিষ্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু জানান, মেয়র মহোদয় হজে গেছেন, প্রশাসনিক বিষয়টি তিনি দেখেন। আমার এই বিষয়টি জানা নেই।

 

শেয়ার