রংপুর অঞ্চলের চলতি বন্যায় প্রায় ৯ হাজার ৩৮২ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এর মধ্যে রোপা আমন বীজ তলা ৪৪৭ হেক্টর, আউশ ২ হাজার ৫৮২ হেক্টর, পাট ৪ হাজার ৬ হেক্টর এবং শাক সবজি ও অন্যান্য ২ হাজার ৩৪৭ হেক্টর ।
চলতি মাসে আরো বন্যার আশংকা থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগাম ব্যবস্থা গ্রহন সহ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
রংপুর আঞ্চলিক কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাটে ৯ হাজার ৩৮২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় ফসল নষ্ট হয়েছে ৮ হাজার ৭৭৫ হেক্টর জমির। এর মধ্যে পাট ৩ হাজার ৮৫৬ হেক্টর। আউশ ধান ২ হাজার ৫০৬ হেক্টর। আমন বীজতলা ৩১২ হেক্টর এবং শাকসবজি ও অন্যান্য মিলে ২ হাজার ১০১ হেক্টর। গাইবান্ধা জেলায় ফসল নষ্ট হয়েছে ৪০৫ হেক্টর জমির । এর মধ্যে পাট ১৩৩ হেক্টর। আউশ ধান ৫৬ হেক্টর। আমন বীজতলা ৫৬ হেক্টর এবং শাকসবজি ও অন্যান্য মিলে ১৬০ হেক্টর।
লালমনিরহাট জেলায় ফসল নষ্ট হয়েছে ২০২ হেক্টর জমির । এর মধ্যে পাট ১৭ হেক্টর। আউশ ধান ২০ হেক্টর। আমন বীজতলা ৭৯ হেক্টর এবং শাকসবজি ও অন্যান্য মিলে ৮৬ হেক্টর।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এমদাদ হোসেন সেখ জানান, সম্প্রতি বন্যায় প্রায় ১৮ হাজার ৩৯৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গিয়েছিলো। এর মধ্যে নষ্ট হয়েছে ৯ হাজার ৩৮২ হেক্টর জমির ফসল। অর্ধেক ফসল রক্ষা পেয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা সম্পর্কে বলেন, বর্তমানে কৃষকদের কৃষি প্রণোদনা চলছে। স্ব স্ব জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। আমরা আগামী মাসে বন্যার আশংকা নিয়ে কৃষকদের সচেতন করার পাশাপাশি করণীয় বিষয়ে আবগতকরছি।
কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সবজি চাষি আবুল হোসেন জানান, ৩ বিঘা জমিতে পটলের চাষ করেছিলেন। খরচ হয়েছিল প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে বন্যার আগে ৫০ হাজার টাকার পটল বিক্রি করেছেন। আগাম বন্যা না আসলে আরও দেড় লাখ টাকার পটল বিক্রি করতে পারতেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর অববাহিকায় কৃষকরা। এসব এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান. তাদের পাট,পটল,আমনের বীজতলা,মরিচসহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক তারিকুল জানান, বন্যায় তার পাট এবং বেশ কিছুজমির আউশ ধান নষ্ট হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ১ লাখ টাকা।