Top
সর্বশেষ

ছয় মাসের মাথায় জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

০১ জুলাই, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
ছয় মাসের মাথায় জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত
জবি প্রতিনিধি :

দীর্ঘ অপেক্ষার পর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির মেয়াদ মাত্র ৬ মাসের পার হতেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  সংগঠনটিনর সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার ( ১ জুলাই ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিরতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইব্রাহিম ফরাজীকে সভাপতি এবং আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়।

তবে সংগঠনের কার্যক্রম স্থগিত করার কারণ জানায়নি কেন্দ্রীয় ছাত্রলীগ।

এদিকে গতকাল বৃহস্পতিবার ( ৩০ জুন ) জবি শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার