রাজধানীতে সকাল থেকেই আকাশের মুখভার। সূর্যের দেখা নেই। পশ্চিম/দক্ষিণ-পশ্চিমের হিমেল হওয়া বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। এ অবস্থায় বুধবার (২০ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়।
এদিন সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শীতের এই সময়ে আজ হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে।
কেবল ঢাকা বিভাগই নয়, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।