Top
সর্বশেষ

শিক্ষক মাসুদ রানার হাত ধরে একদল কিশোরীর স্বপ্নজয়ের গল্প

০৩ জুলাই, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
শিক্ষক মাসুদ রানার হাত ধরে একদল কিশোরীর স্বপ্নজয়ের গল্প
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক, এটাই হতে পারতো তাঁর পরিচয়। স্কুলে আসা যাওয়া, ছাত্র পড়ানো এটাই হতে পারতো তাঁর কাজ। কিন্তু না তিনি শিক্ষকতার এমন গতানুগতিকতার বাইরে গিয়ে হয়ে উঠেছেন সফল এক ক্রীড়া সংগঠক। তাঁর অক্লান্ত শ্রম, দূরদৃষ্টি আর সাহসিকতার কারণে রচিত হয়েছে একদল কিশোরীর স্বপ্ন জয়ের এক অনন্য গল্প।

শিক্ষক মাসুদ রানা, যিনি সবার কাছে রানা স্যার নামেই পরিচিত। বাস করেন ঠাকুরগাঁও সদরের কালীবাড়িতে আর শিক্ষকতা করেন শহর থেকে ছয় কিলোমিটার দূরে সালন্দর উচ্চ বিদ্যালয়ে। মাসুদ রানা ছোটবেলা থেকেই ছিলেন ক্রীড়ানুরাগী। খেলতেন ফুটবল, ক্রিকেট, হ্যা-বল, হকি। নিজ জেলায় খেলার পাশাপাশি তিনি নিয়মিতভাবেই খেলতেন রাজশাহী দলের হয়ে। ১৯৯২ সালে তাঁর ছোটভাই, শহরের পরিচিত মুখ, খেলোয়াড় আবুল মনসুর আহমেদ রুশদী (রুশ) মারা গেলে ফিরে আসেন ঠাকুরগাঁওয়ে। চাকুরি নেন একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে।

মাসুদ রানার মন প্রাণ জুড়েই ছিল খেলাধুলা। কিন্তু মাদ্রাসার পরিবেশের সাথে নিজেকে সমন্বয় করতে না পারায় সে তিনি চাকরি ছেড়ে দেন। এর পরই সহকারী শিক্ষক হিসেবে চাকরি নেন সালন্দর উচ্চ বিদ্যালয়ে। এখানে এসে তিনি পান একটি সুন্দর খেলার মাঠ। তিনি দেখলেন ছেলেরা খেলাধুলা করলেও মেয়েরা সে সুযোগ থেকে বঞ্চিত। তাঁর ভাবনায় এলো মেয়েদের নিয়ে দল তৈরি করার কথা। মেয়েদের দল তৈরি করতে গিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হলেন তিনি। তিনি লক্ষ্য করে দেখলেন মেয়েদের প্রচ- ইচ্ছে থাকলেও পারিবারিক ও সামাজিক কারণে খেলার মাঠে নামতে কেউ সাহস পাচ্ছেনা। শিক্ষক মাসুদ রানা বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিলেন।

তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের রাজি করালেন। তৈরি হল মেয়েদের দল। তিনি সকাল বিকেল ওদের প্রশিক্ষণ দিতে শুরু করলেন। মাসুদ রানার আত্মবিশ্বাস আর দলের মেয়েদের দৃঢ় মনোবলের কারণে অবশেষে সাফল্য ধরা দেয়। প্রথমবার অংশগ্রহণ করেই জাতীয় ভাবে বাস্কেটবলে চ্যাম্পিয়ন, হকিতে রানার আপ এবং রাগবীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে সালন্দর উচ্চ বিদ্যালয় কিশোরী দলটি। এখানেই থেমে থাকেনি তারা, রাগবীতে পর পর তিনবার জাতীয়ভাবে র্শীর্ষস্থান (চ্যাম্পিয়ন) অর্জন করে তাক লাগিয়ে দেন সবাইকে। আরো বিস্ময়ের ব্যাপার হল মাসুদ রানার হাতে গড়া মেয়েদের এ দল থেকে ১২ জন মেয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইভেন্টে দেশের হয়ে (জাতীয় দলে) খেলেছেন।

যারা একসময় মেয়েদের মাঠে নেমে খেলতে বাধা দিয়েছেন তারাই এগিয়ে এলেন বিদেশ ফেরত মেয়েদের দেখতে, উৎসাহ দিতে। দলটি বৈশ্বিক মহামারী করোনার সময় মুখ থুবড়ে পড়ে। তেমনভাবে কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। প্রশিক্ষণ বন্ধ হয়ে যায়। শিক্ষক মাসুদ রানা বলেন “করোনা আমাদের অপুরণীয় ক্ষতি করে গেছে। আমি ৬ষ্ঠ শ্রেণিতে যারা ভর্তি হয় তাদের মধ্য থেকে দল গঠন করি এবং এরাই চার বছর খেলতে পারে। কিন্তু পরপর দু’বছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকায় কোন মেয়ে শিক্ষার্থী না পেয়ে দল গঠন করতে পারিনি। যারা আছে তাদেরও ঠিকমত প্রশিক্ষণ দিতে পারিনি”।

মাসুদ রানা আরও বলেন “আমি যে মেয়েদের নিয়ে দল করেছি তারা সবাই প্রান্তিক পরিবারের সদস্য। সংসারে ভালো কিছু কোনদিনই খেতে পারেনা। আমি ওদের মাঠে নামাই, কঠোর পরিশ্রম করাই কিন্তু কিছু খেতে দিতে পারিনা। খেয়ে না খেয়ে খেলে ওরা বিজয়ের মুকুট ছিনিয়ে এনে আমার হাতে তুলে দেয়। এটা আমার জন্য আনন্দের পাশাপাশি অনেক কষ্টেরও। ২০২২ সালে এসে মাসুদ রানার গড়া দল আবার সাফল্যের ধারায় ফিরে আসে। মার্চে অনুষ্ঠিত জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে হকিতে জাতীয় চ্যাম্পিয়ন এবং এ বছরই জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে বাস্কেটবলে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সালান্দর ইউনিয়নের মেয়েরা নানা প্রতিকুলতার বিরুদ্ধে যুদ্ধ করে খেলার মাঠে নেমে পণ করেছিল “সাফল্য ছিনিয়ে এনে সবার মন জয় করবে”। শিক্ষক মাসুদ রানার হাত ধরে তারা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে সত্যি, কিন্তু দুশ্চিন্তার একটা কালো মেঘ সাফল্যের উজ্জ্বলতাকে ঢেকে রাখে সারাক্ষণ। এই কিশোরীরা স্কুল থেকে
বের হয়ে গেলেই এতসব কৃতিত্ব মুখ থুবড়ে পড়বে। তারা আর খেলতে পারবেনা। দলের মেয়েরা মনে করেন যদি তাদের এ সাফল্যের কথা বিবেচনা করে সরকার নৌ, বিমান, সেনা, পুলিশ, আনসার বাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরির ব্যবস্থা করতেন তাহলে তারা এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারতেন।

শেয়ার