Top
সর্বশেষ

দিন দ্য ডে সিনেমার প্রচারে জাবিতে অনন্ত-বর্ষা

০৪ জুলাই, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
দিন দ্য ডে সিনেমার প্রচারে জাবিতে অনন্ত-বর্ষা
মেহদী ইসলাম, জাবি :

রবিবার ৩ (জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ষাকে নিয়ে হাজির হন অনন্ত জলিল। উপলক্ষ্য ‘দিন: দ্য ডে’ সিনেমার প্রচার। সিনেমায় আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল। তার বিপরীতে আছেন বর্ষা।

দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনন্ত-বর্ষাকে পেয়ে আগতদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন চিত্রনায়িকা বর্ষা।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর, আমি আগেও ঘুরতে এসেছি এখানে।

সবাইকে আগাম ঈদ মোবারক। ঈদে আমরা যেখানেই থাকি না কেন, সেখানেই সিনেমাটি দেখব।

অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারে এ সিনেমায় নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্ত জলিল। গান, ট্রেলার প্রকাশের পর দর্শকের উচ্ছ্বাসই তার প্রমাণ।

অনন্ত জলিল বলেন, ১২০ কোটি টাকা খরচ হয়েছে এই সিনেমায়, আমি জানিনা কত টাকা উঠবে, আমি চাই ছাত্রছাত্রীরা খুব আগ্রহের সাথে এই সিনেমাটি দেখুক।

তিনি আরো বলেন, আপনারা সিনেমাটি দেখবেন। নিরাশ হবেন না, গর্ব করতে পারবেন সিনেমাটি নিয়ে। হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন।’

অনন্ত-বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। বাংলাদেশ ছাড়াও ‘দিন: দ্য ডে’ সিনেমার শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

শেয়ার