Top
সর্বশেষ

বন্যার্তদের চিন্তায় প্রধানমন্ত্রী সারারাত ঘুমাননি: স্বরাষ্ট্রমন্ত্রী

০৫ জুলাই, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
বন্যার্তদের চিন্তায় প্রধানমন্ত্রী সারারাত ঘুমাননি: স্বরাষ্ট্রমন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি জনগনের কাছ থেকে দুরে সরে গেছে, জনগন তাদের পাশে নেই। তারা অনেক কথাই বলে কিন্তু বাস্তবতার সাথে কোন মিল নেই। সরকার বন্যা দুর্গতদের পাশে ছিল। বন্যার্তদের চিন্তায় প্রধানমন্ত্রী সারারাত ঘুমাননি। আমাদের নির্দেশনা দিয়েছেন ব্যবস্থা নিতে।

সাথে সাথেই প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনী ও সাধারন জনগনকে নিয়েই বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। বন্যা মোকাবেলায় অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করতে হবে। এবং দুর্গতদের উদ্ধারে বড় বড় নৌকা প্রস্তুত রাখার চিন্তা করছে সরকার। তিনি আরও বলেন, বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর নিদর্শনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন থাকবে সেনাবাহিনী। ইতোমধ্যে পুনর্বাসন কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। কেউ সরকারি সাহায্য সহযোগিতা থেকে বাদ যাবে না।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটি’র সভা ও সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বানভাসী মানুষের পাশে সরকার রয়েছে। কৃষকদের প্রণোদনা দেয়া হবে। কোনও মানুষ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা করা হবে।

জেলা প্রশাসকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ। পরে তিনি সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন।

শেয়ার