Top

বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

০৭ জুলাই, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব
রংপুর প্রতিনিধি :

বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বুধবার মধ্যরাতে র‌্যাবের সহকারী পরিচালক ফ্লাইট লেঃ মাহামুদ বশির আহামেদ স্বাক্ষরিত স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর- জলঢাকা সড়কের রংপুর সদর উপজেলার পূর্ব খলেয়া পাঠানপাড়া গ্রামে একটি বাঁশ বোঝাই ট্রাক আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৫৯৩ বোতল ফেন্সিডিল,সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদককারবারী শহিদুল ইসলাম সাগর আলী, মামুন ইসলামকে গ্রেফতার করে। তাদের সকলের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর হলদিবাড়ী এলাকায়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এব্যাপারে গংগাচড়া থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার