গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে মিথ্য অভিযোগে সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা এবং স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচী পালন করে।
আজ শনিবার (১৬ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় ডা: নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে মিথ্য অভিযোগে প্রতিবাদে শ্লোগান দেন মানববন্ধনকারীরা। এ কর্মসূচীতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা এবং কয়েক’শ স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম মোল্লা, মেডিকেল অফিসার ডা: প্রভাস মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা ঝর্ণা আক্তার, ভান্ডার রক্ষক কর্মকর্তা কামরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক টুকু বিশ্বাস, নার্স সজ্ঞিতা বাড়ৈ, সিএইচসিপি পবিত্র বিশ্বাস, স্বাস্থ্যকর্মী মাহাবুব হাসান, বিনয় জয়ধর বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভীত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে গত বুধবার (০৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচ তলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত গত জুন মাসে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৭৩ জন মাল্টিপারপাস ভলান্টিয়ারের কাজ থেকে ২ লক্ষ ৭৩ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন বলে অভিযোগ এনে ৩৬জন স্বাস্থ্য সহকারী সংবাদ সম্মেলন করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এখানে দায়িত্বভার গ্রহনের পরে কয়েকজন দুষ্ট প্রকৃতির কর্মচারির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করায় তারা আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করছেন।