মাদারীপুর সদর উপজেলায় বাল্যবিবাহ দেওয়া, সহযোগিতা ও মহিলা অধিদপ্তরের পরিচালকের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে বৃহস্পতিবার কনের খালাকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বারো দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুর উপজেলার ভুমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
মাদারীপুর মহিলা বিষয়ক উপ-পরিচালক মাহমুদা আক্তার জানান, ২১ জুলাই উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের আক্তার মিরার মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী আখি আক্তারের বিয়ের দিন ধার্য করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক মাহমুদা কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকাশ কুমার কুন্ড জানান, বাল্যবিবাহে সহযোগিতা ও নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
ভূমি নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড আরো বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ঘটনা স্থানে গিয়ে কনে ও তার মাকে পাওয়া যায়নি। কনে গিয়েছে মাদারীপুর বিউটি পার্লারে এবং মা পালিয়ে গেছে। কনেকে বিয়ে দেওয়ার সহযোগিতা করেছে তার খালা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বিয়ে দেওয়ায় সহযোগিতা তার খালাকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বারো দিনের সশ্রম কারাদাণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকাশ কুমার কুন্ড জানান, বাল্যবিবাহে সহযোগিতা ও নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। যে খাবারের আয়োজন করা হয়েছে সে খাবারগুলো মাদ্রাসায় বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে।