Top

রংপুরে মাছের ঘাটতি ১ হাজার ২৭ মেট্রিক টন

২৩ জুলাই, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
রংপুরে মাছের ঘাটতি ১ হাজার ২৭ মেট্রিক টন
রংপুর প্রতিনিধি :

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে মৎস সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে রংপুর জেলা মৎস বিভাগ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সন্মেলনের আয়োজন করেন।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে রংপুর জেলার মৎস উৎপাদনের চিত্র তুলে ধরেন, জেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মানিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর জেলার মাছের উৎপাদন ৬২ হাজার ৬৯ মেট্রিক টন হলেও চাহিদা ৬৩ হাজার ৯৬ মেট্রিক টন। বর্তমানে মাছের ঘাটতি এক হাজার ২৭ মেট্রিক টন। মাছের ঘাটতি মেটাতে পোনা মজুদ, বিল নার্সারী স্থাপন, প্রর্দশনী মৎস খামার, মৎসচাষী প্রশিক্ষণ, জলাশয় সংস্কার, সরকারী-বেসরকারী হ্যাচারী পরিচালনা, মাছ চাষে আধুনিক পিলেট খাদ্য ব্যবহার, ধানক্ষেতে মাছ চাষসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে রংপুর জেলায় ৮ হাজার ৪৫০ হেক্টর জলায়তনে ৪২ হাজার ৩৩৯ টি সরকারী- বেসরকারী দিঘী, ২০১৩ হেক্টরের ২৫৯ সরকারী-বেসরকারী বিল, ৫৩ হেক্টরের ৯৭টি বরোপিট, ৬টি ছোট-বড় নদী ও ২২ হাজার ২৫ হেক্টর প্লাবনভ‚মি আছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে বর্তমানে জেলায় ২১টি হ্যাচারী ও ৮১২টি মৎস নার্সারী
পরিচালিত হচ্ছে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডব্লিউএম রায়হান শাহ, জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক সানী খান মজলিস, মৎস জরীপ কর্মকর্তা রেজাউল কবিরসহ অন্যরা।

শেয়ার