Top
সর্বশেষ

ইসলামী ব্যাংকের এএমডি হলেন জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস

২৪ জুলাই, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের এএমডি হলেন জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস
নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ (এফসিএস) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (AMD) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক (বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক) ও প্রিমিয়ার ব্যাংকের কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা ব্যাংক লিমিটেড এবং জিএসপি ফিন্যান্স লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (ICSB) একজন ফেলো এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি মেম্বার।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন সভা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি ডিগ্রি লাভ করেন।

 

বিপি/ আইএইচ

শেয়ার